Top 5 Cheapest Bikes: দামে কম কিন্তু দুর্দান্ত মাইলেজ! রইল সেরা পাঁচটি বাইকের হদিশ

Published : Mar 15, 2025, 02:53 PM IST

অনেকেই আছেন যারা বাইক (Bike) চলাতে ভীষণ ভালোবাসেন। অনেকক্ষেত্রে আবার কাজের প্রয়োজনে বাইক খুবই দরকারি। তাই তাদের জন্য রইল সেরা পাঁচটি বাইকের হদিশ। যেগুলির মাইলেজও ভালো আবার দামও অনেকটা কম (Top 5 Cheapest Bikes)।

PREV
110
প্রথমেই আসা যাক Hero HF 100 বাইকটির কথায়

Top 5 Cheapest Bikes: হিরো মোটোকর্পের তৈরি অন্যতম সস্তার বাইক হল এটি। লাল-কালো এবং নীল-কালো রঙের কম্বিনেশনে তৈরি হওয়া এই বাইক। যেটিতে ৯৭.২ সিসির এয়ার কুলড ৪ স্ট্রোকের একটি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। 

210
৮০০০ আরপিএমে ৫.৯ কিলোওয়াট পাওয়ার এবং ৬০০০ আরপিএমে ৮.০৫ এনএম টর্কযুক্ত ইঞ্জিন

মাইলেজ ৭০ কিমি প্রতি লিটার। বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৫৯,০১৮ টাকা থেকে। 

310
TVS Sport

টিভিএস স্পোর্টস বাইকটিতে সিঙ্গল সিলিন্ডার ৪ স্ট্রোকের ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন রয়েছে। শক্তির দিক দিয়ে বিচার করলে, ৭৩৫০ আরপিএমে ৬.০৩ কিলোওয়াট শক্তি উৎপন্ন হয় এই ইঞ্জিনটি থেকে (Top 5 Cheapest Bike News)। 

410
সেইসঙ্গে, আছে ৫ স্পিডের কনস্ট্যান্ট মেশ ট্রান্সমিশন

এতে সর্বোচ্চ ৯০ কিমি প্রতি ঘণ্টায় গতি ওঠে। এই বাইকের এক্স শোরুম দাম রয়েছে ৫৯,৮৮১ টাকা।

510
Bajaj CT 110X

বাজাজের এই মডেলটিতে একটি ডিটিএস আই ইঞ্জিন, যেটি থেকে ৮.৬ পিএস পাওয়ার এবং ৯.৮১ এনএম টর্ক উৎপন্ন হয় (Top 5 Cheapest Bikes in India)।

610
তাছাড়া এই বাইকটিতে রয়েছে ১১ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক

আর এই বাইকের মাইলেজ ৭০ কিমি প্রতি লিটার। সেইসঙ্গে, সামনের এবং পিছনের দুটি চাকাতেই রয়েছে ড্রাম ব্রেকের সুবিধা। বাইকটির দাম শুরু হচ্ছে ৭০,০১৬ টাকা থেকে।

710
Honda CD 100

হন্ডার এই বাইকটিও বেশ জনপ্রিয়। এই ড্রিম ডিলাক্স বাইকটিতে একটি ৪ স্ট্রোকের বিএস ৬ ইঞ্জিন রয়েছে। তাছাড়াও ৯.১ লিটারের ফুয়েল ট্যাঙ্কও পেয়ে যাবেন এই মডেলটিতে। 

810
মোট ৪টি রঙের ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে এই বাইকটি

বাইকটির দাম শুরু হচ্ছে ৭৪,৪০১ টাকা থেকে (Top 5 cheapest bike in India 2025)। 

910
Hero Splendor Plus

এই মডেলটিতে ৯৭.২ সিসি এয়ার-কুলড একটি ইঞ্জিন রয়েছে। যা ৮০০০ আরপিএমে ৮.০২ পিএস শক্তি উৎপন্ন করতে সক্ষম। 

1010
ফুয়েল ট্যাঙ্ক ৯.৮ লিটার

মাইলেজ ৭০ কিমি প্রতি লিটার এবং বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৭৫,৪৪১ টাকা থেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories