Top 5 Cheapest Cars in India: গাড়ি চড়তে কে না ভালোবাসেন? আর তাই গাড়িপ্রেমীদের জন্য রইল বিরাট সুখবর। দেখে নিন দেশের সেরা ৫টি সস্তার গাড়ি (affordable cars in india)।
গাড়িপ্রেমীদের জন্য রইল বিরাট সুখবর।বাজার কাঁপানো সেরা ৫টি সস্তার গাড়ি কোনগুলি জানেন? রইল সেই বিস্তারিত তথ্য। প্রথমেই আসা যাক রেনল্ট কুইডের কথায় (Renault Kwid)। গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪.৭০ লক্ষ টাকা থেকে। অন্যদিকে, মডেলটি মাইলেজ দেয় ২২ কিমি প্রতি লিটার। গাড়িটিতে একটি ৯৯৯ সিসি-র পেট্রোল ইঞ্জিন এবং একটি ৯৯৯ সিসি-র CNG ইঞ্জিন রয়েছে (affordable cars in india)।
25
মারুতি আল্টো কে১০ (Maruti Alto K10)
মেট্রো সিটি হোক কিংবা মফস্বল শহর। ভারতের রাস্তায় চলা অন্যতম একটি জনপ্রিয় গাড়ির মডেল হল মারুতি আল্টো কে১০ (Maruti Alto K10)। যে গাড়িটি মাইলেজ দেয় ২৪-২৫ কিমি প্রতি লিটার। মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪.২৩ লক্ষ টাকা থেকে। গাড়িটিতে একটি ৯৯৮ সিসি-র পেট্রোল ইঞ্জিন এবং একটি ৯৯৮ সিসি-র CNG ইঞ্জিন রয়েছে (cheapest cars in india 2025)।
35
মারুতি এস-প্রেসো (Maruti S Presso)
এরপরেই রয়েছে মারুতি এস-প্রেসো (Maruti S Presso)। নিঃসন্দেহে দুর্দান্ত একটি মডেল গ্রাহকদের জন্য। মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪.২৬ লক্ষ টাকা থেকে। গাড়িটি ২৪.১২-২৫.৩০ কিমি প্রতি লিটার মাইলেজ দিতে সক্ষম। একটি ৯৯৮ সিসি-র পেট্রোল ইঞ্জিন এবং একটি ৯৯৮ সিসি-র CNG ইঞ্জিন রয়েছে (affordable cars in india)।
টাটা গ্রুপের অন্যতম সেরা একটি গাড়ির মডেল হল টাটা টিয়াগো। গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৫ লাখ টাকা থেকে। মাইলেজ দিতে পারে ১৯ কিমি প্রতি লিটার টিয়াগোর ফিচারগুলির মধ্যে অন্যতম হল কীলেস-এন্ট্রি, পুশ-বাটন স্টার্ট/স্টপ, ক্রুজ কন্ট্রোল, একটি রিভার্স ক্যামেরা এবং একটি নতুন ১০.২৫-ইঞ্চি টাচস্ক্রিন (cheap cars in india 2025)। ১.২-লিটার সহ তিনটি সিলিন্ডার ইঞ্জিন রয়েছে গাড়িটিতে। পেট্রোল এবং পেট্রোল সহ সিএনজি, সবই উপলব্ধ রয়েছে টিয়াগোতে। টাটা মোটরস টিয়াগোতে ৫-স্পিড ম্যানুয়াল এবং ৫-স্পিড অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশনের (AMT) ব্যবস্থাও রেখেছে।
55
মারুতি সেলেরিও (Maruti Celerio)
সবশেষে আসা যাক মারুতি সেলেরিওর কথায়। এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৫.৬৪ লক্ষ টাকা থেকে। গাড়িটিতে একটি ৯৯৮ সিসি-র পেট্রোল ইঞ্জিন এবং একটি ৯৯৮ সিসি-র CNG ইঞ্জিন রয়েছে। অন্যদিকে, মডেলটি মাইলেজ দিতে পারে ২৫-২৬ কিমি প্রতি লিটার (affordable cars in india under 10 lakhs)।