110
সস্তার গাড়ির মধ্যে অন্যতম একটি মডেল হল মারুতি এস প্রেসো (Maruti S Presso)
বাজারে এই মডেলটি মোট ৮টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
Subscribe to get breaking news alertsSubscribe 210
গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৩.৯৯ লক্ষ টাকা থেকে
অন্যদিকে, গাড়িটি মাইলেজ দেয় ২৪-২৫ কিমি প্রতি লিটার (affordable cars for beginners)।
310
এবার আসা যাক মারুতি সুজুকি সেলেরিওর (Maruti Suzuki Celerio) কথায়
সেইসঙ্গে, ৭টি রঙের ভ্যারিয়েন্টও রয়েছে মডেলটির। সেগুলি হল স্পিডি ব্লু, গ্লিসটেনিং গ্রে, আর্কটিক হোয়াইট, সিল্কি সিলভার, সলিড ফায়ার রেড, ক্যাফেইন ব্রাউন এবং পার্ল মিডনাইট ব্ল্যাক।
410
গাড়িটি মাইলেজ দেয় ২৫-২৬ কিমি প্রতি লিটার।
এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪.৯৯ লক্ষ টাকা থেকে (affordable cars 2025)।
510
টাটা টিয়াগো (TATA Tiago)
টাটা মোটর্সের অন্যতম একটি সেরা মডেল এটি।
610
গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৫.৬৫ লক্ষ টাকা থেকে
মাইলেজ কত? মডেলটি মাইলেজ দিতে পারে ১৯-২০ কিমি প্রতি লিটার। এটিরও একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে বাজারে (affordable cars with good mileage)।
710
রেনল্ট কুইড (Renault Kwid)
মোট ১৪টি ভ্যারিয়েন্ট রয়েছে বাজারে।
810
গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪.৭০ লক্ষ টাকা থেকে
মডেলটি মাইলেজ দেয় ২২ কিমি প্রতি লিটার (cheapest cars with best mileage)।
910
মারুতি সুজুকি অল্টো কে ১০ (Maruti Suzuki Alto K 10)
মধ্যবিত্তের সাধ্যের মধ্যে গাড়ি।