
Top 5 Electric Scooters: ভারতের গাড়ি বাজারে এই মুহূর্তে রাজত্ব করছে ইলেকট্রিক স্কুটি। দিনদিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, ইভি স্কুটারের বিক্রি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে (top 5 electric scooter in india with price)। আপনিও যদি নতুন ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে ভারতের বাজারে পারফর্ম করা কিছু দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার সম্পর্কে জেনে নিন (top 5 electric scooter in india 2025)।
চলতি বছরের জুলাই মাসে, হিরো মোটোকর্প তাদের ভিডা VX2 মডেলটিকে বাজারে আনে। VX2 Go, VX2 Plus, মূলত এই দুটি ভ্যারিয়েন্টে হিরো ভিডা পাওয়া যাচ্ছে। এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৯৯,৪৯০ টাকা থেকে এবং সর্বাধিক ১.১০ লক্ষ টাকা। মোট ৯২ কিলোমিটার IDC রেঞ্জ সহ ২.২ কিলোওয়াট সিঙ্গেল রিমুভেবল ব্যাটারি এটিতে শক্তি জোগায়। এই মডেলটি ৪.২ সেকেন্ডে ০ থেকে ৪০ কিমি/ঘণ্টা বেগে পৌঁছতে পারে এবং সর্বোচ্চ ৭০ কিমি/ঘণ্টা বেগে ছুটতে পারে। এছাড়া ৪.৩ ইঞ্চি LCD ডিজিটাল ডিসপ্লে সহ এর দুটি রাইড মোড রয়েছে এই স্কুটিটিতে। সেগুলি হল কো এবং রাইড।
২০২৫ সালের অগাস্ট মাসে, ওলা ইলেকট্রিক S1-প্রো স্পোর্ট জেন ৩ বাজারে আসে। যেটির এক্স-শোরুম দাম ছিল ১.৫০ লক্ষ টাকা। গ্রাহকরা ৯৯৯ টাকায় S1 প্রো স্পোর্ট প্রি-বুক করতে পারেন। নতুন ওলা স্কুটারের ডেলিভারি আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসে শুরু হবে। S1 প্রো+-এর ৫.৩ কিলোওয়াট ব্যাটারি প্যাকের তুলনায় নতুন ওলা S1 প্রো স্পোর্টে ৫.২ কিলোওয়াট ব্যাটারি প্যাক রয়েছে। তবে এটির রেঞ্জ অনেকটা বেড়েছে। ওলা ৩২০ কিলোমিটার IDC রেঞ্জ প্রোভাইড করে। দ্রুত চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে। মাত্র ১৫ মিনিটে, পুরো ব্যাটারি ২০% থেকে ৮০% চার্জ করা যায়।
টিভিএস তাদের তৃতীয় ইলেকট্রিক স্কুটার আইকিউব গত মাসে বাজারে এনেছে। ৯৯,৯৯০ টাকা হল এটির এক্স-শোরুম দাম। আইকিউবে ৩.১kWh ব্যাটারি প্যাক রয়েছে। সম্পূর্ণ চার্জ দিলে ১৫৮ কিলোমিটার IDC রেঞ্জ পাওয়া যাবে বলে টিভিএস দাবি করছে। সেইসঙ্গে, ব্লু-টুথের মাধ্যমে স্মার্টফোন কানেক্টিভিটি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ক্রুজ কন্ট্রোল, হিল হোল্ড ফাংশন এবং রিভার্স পার্কিং অ্যাসিস্ট সহ আরও একাধিক ফিচার এটিতে রয়েছে।
১৯৮০ এবং ১৯৯০-এর দশকে বাজারে আসা কাইনেটিক DX নামের ইলেকট্রিক টু-হুইলার সিরিজের আরেকটি নতুন সংযোজন হল কাইনেটিক DX। ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে বাজারে আসা একই নামের স্কুটার থেকে অনুপ্রাণিত হয়ে এই স্কুটারটি তৈরি করা হয়েছে। DX এবং DXX, এই দুটি ভ্যারিয়েন্টে এই স্কুটারটি পাওয়া যায়। এই DX ইলেকট্রিক স্কুটারের এক্স-শোরুম দাম হল ১,১১,৪৯৯ টাকা এবং সর্বাধিক ১,১৭,৪৯৯ টাকা। ফ্লোরবোর্ডের নিচে ২.৬ কিলোওয়াট LFP ব্যাটারি সহ হাব-মাউন্টেড ৪.৮ কিলোওয়াট মোটর ব্যবহার করা হয়েছে নতুন কাইনেটিক DX মডেল। ৯০ কিমি/ঘণ্টা সর্বোচ্চ গতি এবং একবার চার্জ দিলে ১০২ কিমি (বেস) অথবা ১১৬ কিমি (টপ-স্পেক) রেঞ্জ এই স্কুটারটি অফার করছে গ্রাহকদের।
কোম্পানির নতুন প্রজন্মের প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি আল্ট্রাভায়োলেটের প্রথম ইলেকট্রিক স্কুটারের নাম হল টেসার্যাক্ট। যেটির এক্স-শোরুম মূল্য হল ১.৪৫ লক্ষ টাকা। ১৪ ইঞ্চি চাকা এবং টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন সহ এই স্কুটারটি বাজারে এসেছে। ৭ ইঞ্চি টাচস্ক্রিন TFT ইন্সট্রুমেন্ট কনসোল, ইন্টিগ্রেটেড ড্যাশক্যাম, ফোনের জন্য ওয়্যারলেস চার্জিং সহ আরও একাধিক ফিচার রয়েছে এটিতে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।