Volvo EX60: বাজারে আসছে ভলভোর নতুন ইলেকট্রিক গাড়ি ইএক্স৬০, ভারতে লঞ্চ কবে?

Published : Oct 27, 2025, 04:47 PM IST
Volvo EX60: বাজারে আসছে ভলভোর নতুন ইলেকট্রিক গাড়ি ইএক্স৬০, ভারতে লঞ্চ কবে?

সংক্ষিপ্ত

Volvo EX60: সুইডিশ গাড়ি নির্মাতা ভলভো তাদের তৃতীয় ইলেকট্রিক গাড়ি EX60, ২০২৬ সালের ২১ জানুয়ারি ভারতে লঞ্চ করবে। এটি XC60 SUV-এর সম্পূর্ণ ইলেকট্রিক সংস্করণ এবং এর দাম প্রায় ৬৭ লক্ষ টাকা হতে পারে। 

Volvo EX60: সুইডিশ লাক্সারি গাড়ি কোম্পানি ভলভো ভারতীয় বাজারে তাদের ইলেকট্রিক গাড়ির তালিকায় আরও একটি নতুন মডেল যুক্ত করতে চলেছে (volvo ex60 electric suv price)। কোম্পানিটি আগামী ২০২৬ সালের ২১ জানুয়ারি, তাদের তৃতীয় ইলেকট্রিক গাড়ি ইএক্স৬০ লঞ্চ করবে বলে খবর (volvo ex60 electric suv january 2026)।

প্রিমিয়াম মিড-সাইজ SUV 

নাম থেকেই বোঝা যাচ্ছে, এটি এক্সসি৬০ এসইউভির সম্পূর্ণ একটি ইলেকট্রিক সংস্করণ। আশা করা যায়, প্রিমিয়াম মিড-সাইজ SUV সেগমেন্টে ভলভোর ব্যবসায় এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

টিজার ছবিতে ভলভোর সিগনেচার হেডল্যাম্প এবং টেলল্যাম্প ডিজাইন সহ একটি পরিচিত আকার দেখা যাচ্ছে। বর্তমান ICE XC60-এর চৌকো ডিজাইনের তুলনায়, এটিকে দেখতে হবে অনেকটা ক্রসওভারের মতো। মডেলটি ভবিষ্যতে SUV লাইনের জন্য ভলভোর ডিজাইনে অন্যরকম কিছু ভাবনার ইঙ্গিত দেয়। 

মডেলটির দাম কত?

গাড়িটি গোথেনবার্গের কাছে ভলভোর টর্সল্যান্ডা প্ল্যান্টে তৈরি করা হবে। তবে ভারতের মতো দেশের জন্য স্থানীয়ভাবে অ্যাসেম্বল করাও হতে পারে। ভারতে ভলভো EX60 SUV-এর দাম এবং উপলব্ধতা সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। 

তবে ভারতে প্রথমে EX90 আসবে। সংস্থাটি অবশ্য ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে রেখেছে যে, EX60 পরে স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা হতে পারে। গাড়িটির এক্স-শোরুম দাম প্রায় ৬৭ লক্ষ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে সুইডিশ এই লাক্সারি গাড়ি কোম্পানি ভলভো ভারতীয় বাজারে তাদের ইলেকট্রিক গাড়ির তালিকায় আরও একটি নতুন মডেল যে যুক্ত করতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত। কোম্পানিটি আগামী ২০২৬ সালের ২১ জানুয়ারি, তাদের এই তৃতীয় ইলেকট্রিক গাড়ির মডেল ইএক্স৬০-কে বাজারে লঞ্চ করবে বলে খবর।

গাড়িটির দাম হতে পারে প্রায় ৬৭ লক্ষ টাকা। প্রিমিয়াম মিড-সাইজ SUV সেগমেন্টে ভলভোর ব্যবসায় এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

একাধিক ইলেকট্রিক গাড়ি আনছে মারুতি, দেখে নিন এক ঝলকে, রইল বিস্তারিত
BMW F 450 GS: নতুন BMW F 450 GS লঞ্চ হচ্ছে কবে? সামনে চলে এল মেগা আপডেট