ভারতে এলো প্রথম টেসলার মডেল! প্রথম গাড়িটি কে কিনলেন? এক ক্লিকেই জেনে নিন

Published : Sep 07, 2025, 10:17 PM IST
Tesla

সংক্ষিপ্ত

টেসলা গাড়ি লঞ্চ হয় দেড় মাস আগে। ৬০০টির ওপরে গাড়ি বুকিং করা হয়। তার মধ্যে ৫ তারিখ প্রথম গাড়ি ডেলিভারি হল। মুম্বাই পরিবহনমন্ত্রী কিনলেন।

৫ সেপ্টেম্বর ডেলিভারি হলো ভারতে প্রথম টেসলা গ্রাহকের কাছে। জানেন কী কে সেই ব্যক্তি?

এদিন প্রথম ডেলিভারি হলো টেসলা গাড়িটি। ইলন মাস্কের (Elon Musk) সংস্থার তৈরি গাড়ি প্রথম কিনলেন ভারতের এক মন্ত্রী।

এবার দেশে প্রথম টেসলা এল মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী প্রদীপ সরনায়কের ঘরে। তিনি মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের টেসলা এক্সপেরিয়েন্স সেন্টার থেকে সাদা রঙের মডেল ওয়াই গাড়িটি বুক করেছিলেন। এ দিন সেই গাড়ির ডেলিভারি হয়।

মন্ত্রী সারনায়েক জানিয়েছেন “ভারতে প্রথম টেসলা গাড়ি পেয়ে আমি খুবই খুশি। এটা আমার জন্য গর্বের বিষয়। আমি এই গাড়িটি কোনও ছাড়ে পাইনি, আমি পুরো টাকা দিয়েই এটি কিনেছি। আমি আমার নাতিকে স্কুলে নামানোর জন্য এই টেসলার গাড়ি ব্যবহার করার পরিকল্পনা করেছি। এতে আরও বেশি লোক এই গাড়ি দেখতে পাবে, বৈদ্যুতিন যানবাহন সম্পর্কে জানতে পারবেন আর সেগুলি গ্রহণ করতে উৎসাহিত হবেন”।

মন্ত্রী সারনায়েকের ছেলে পূর্বেশ জানান, “আমি খুবই উত্তেজিত যে আমরা এই টেসলা গাড়িটি কিনে ফেলেছি। আমার বাবা যেমন বলেছিলেন, আমার ছেলে এতে করে স্কুলে যাবে। সেও তাই খুবই রোমাঞ্চিত। আমরা এটি দৈনন্দিন কাজে, জিমে যাওয়া ও অন্যান্য পারিবারিক প্রয়োজনে ব্যবহার করব। ভারতে বৈদ্যুতিন যানবাহনের গতি বৃদ্ধি পাচ্ছে যা একটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ। এগুলি স্থায়িত্ব, জিরো এমিশন আর ক্লিন এনভায়রনমেন্টের সুযোগ নিয়ে আসে। আমরা আরও চার্জিং পয়েন্ট তৈরি করার কথা ভাবছি যাতে মানুষ কোনও সমস্যা ছাড়াই এই গাড়িগুলি চালাতে পারে।”

মডেল ওয়াই-র ভারতে দাম ৫৯.৮৯ লক্ষ টাকা এবং লং রেঞ্জের আরডব্লুডি-র দাম ৬৭.৮৯ লাখ টাকা। যদি কেউ সম্পূর্ণ সেল্ফ ড্রাইভিং প্যাকেজ নিতে চান, তাহলে অতিরিক্ত ৬ লক্ষ টাকা দিতে হবে। এখনও পর্যন্ত ভারতে টেসলার ৬০০টি গাড়ি বুকিং হয়েছে, যা মোটেও আশাতীত নয়। টেসলার পরিকল্পনা, প্রতি বছর ৩৫০ থেকে ৫০০টি গাড়ি রফতানি করা। চলতি সেপ্টেম্বর মাসের প্রথমার্ধেই সাংহাই থেকে টেসলার গাড়ি ভারতে আসবে।

ভারতে মোট গাড়ির বাজারের মাত্র ৫ শতাংশ ইভি। তবে এই গাড়ির বিক্রি হু হু করে হয়েছে। ইভি গাড়ি বিক্রি ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ১৫ হাজার ৫০০ ইউনিট বিক্রি হয়েছে।

টেসলার গাড়ি কেনার জন্য টেসলার অফিসিয়াল পোর্টাল থেকে বা মুম্বই, দিল্লি ও গুরুগ্রামের শোরুম থেকে বুক করা যাবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের জন্য কীভাবে আবেদন করবেন?
একাধিক ইলেকট্রিক গাড়ি আনছে মারুতি, দেখে নিন এক ঝলকে, রইল বিস্তারিত