Electric Scooter: মাত্র একবার চার্জ দিলেই ছুটবে ১০০ কিমি! দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটি কিনবেন নাকি?

Published : Aug 09, 2025, 02:54 PM ISTUpdated : Aug 09, 2025, 03:16 PM IST
Electric Scooter: মাত্র একবার চার্জ দিলেই ছুটবে ১০০ কিমি! দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটি কিনবেন নাকি?

সংক্ষিপ্ত

Electric Scooter: ভারতের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার এবার হাতের মুঠোয়। চলে এল জেলো নাইট+। ইতিমধ্যেই লঞ্চও হয়ে গেছে। 

Electric Scooter: ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ জেলো ইলেকট্রিক ভারতের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার নাইট+ লঞ্চ করেছে। নিঃসন্দেহে ভারতের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার এবার হাতের মুঠোয়। চলে এল জেলো নাইট+। ইতিমধ্যেই লঞ্চও হয়ে গেছে।

এক্স-শোরুম দাম ৫৯,৯৯০ টাকা

কেবল সস্তাই নয়, এতে মিড-রেঞ্জ এবং হাই-রেঞ্জ স্কুটারের সব স্মার্ট ফিচারও রয়েছে বলে দাবি করেছে কোম্পানি। কম বাজেটে ভালো পারফরম্যান্স চাওয়া রাইডারদের জন্য নাইট+ ডিজাইন করা হয়েছে। ভারতে এটির এক্স-শোরুম দাম ৫৯,৯৯০ টাকা।

হিল হোল্ড কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ফলো-মি-হোম হেডল্যাম্প, ইউএসবি চার্জিং পোর্ট, রিমুভেবল ব্যাটারি সহ নানা স্মার্ট ফিচার রয়েছে জেলো নাইট+ এ। দৈনন্দিন রাইডিং এবং শহুরে পরিবেশের জন্য এই ফিচারগুলি দেওয়া হয়েছে। গ্লসি হোয়াইট, গ্লসি ব্ল্যাক, ডুয়েল-টোন ফিনিশ সহ ৬টি আকর্ষণীয় রঙে স্কুটারটি পাওয়া যাবে।

ফিচার কী কী রয়েছে?

পাওয়ারট্রেনের ক্ষেত্রে এই স্কুটারে ১.৮ কিলোওয়াট-আওয়ার পোর্টেবল এলএফপি ব্যাটারি রয়েছে। এটি ১০০ কিমি পর্যন্ত চলবে বলে দাবি করছে সংস্থা। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিমি। ২০২৫ সালের ২০ অগাস্ট থেকে এই স্কুটারের ডেলিভারি শুরু হবে। অবশ্য দেশজুড়ে জেলো ডিলারশিপে এর প্রি-বুকিং শুরু হয়ে গেছে।

নাইট+ কেবল একটি স্কুটার নয়, এটি ভারতে সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি আনার লক্ষ্যের একটি অংশ বলে জানিয়েছেন জেলো ইলেকট্রিকের সহ-প্রতিষ্ঠাতা মুকুন্দ বাহেতি। মাত্র ৫৯,৯৯০ টাকা দামের এই স্কুটারটি এই সেগমেন্টের সবচেয়ে ফিচার সমৃদ্ধ এবং ভ্যালু-ফর-মানি ইলেকট্রিক স্কুটার। 

এই স্কুটিটি আদতে কেবল সস্তাই নয়, এতে মিড-রেঞ্জ এবং হাই-রেঞ্জ স্কুটারের সব স্মার্ট ফিচারও রয়েছে বলে দাবি করেছে কোম্পানি। কম বাজেটে ভালো পারফরম্যান্স চাওয়া রাইডারদের জন্য নাইট+ ডিজাইন করা হয়েছে। ভারতে এটির এক্স-শোরুম দাম ৫৯,৯৯০ টাকা। নিঃসন্দেহে ভারতের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার এবার হাতের মুঠোয়। চলে এল জেলো নাইট+। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

একাধিক ইলেকট্রিক গাড়ি আনছে মারুতি, দেখে নিন এক ঝলকে, রইল বিস্তারিত
BMW F 450 GS: নতুন BMW F 450 GS লঞ্চ হচ্ছে কবে? সামনে চলে এল মেগা আপডেট