Pori Moni: 'সুখী হোক ওরা', পরীমণি-শরিফুলের বিয়েতে উচ্ছ্বাসে ভাসল বাংলাদেশ

জনপ্রিয় নায়িকা পরীমণি এবং নায়ক শরিফুলের বিয়েতে উচ্ছ্বাসে ভেসেছে  বাংলাদেশ।  বিয়ে নিয়ে পরীমণি বলেন,' ১৭ অক্টোবারে আমাদের বিয়েটা অনেকটা পুতুলের মতো বিয়ে হয়েছে।  '

জনপ্রিয় নায়িকা পরীমণি এবং নায়ক শরিফুলের বিয়েতে উচ্ছ্বাসে ভেসেছে  বাংলাদেশ। পরীমণি মানেই সবসময় লাইমলাইট, চেনা বিতর্কের গন্ধ। বেশিরভাগ সময়ই নানা কারণে শিরোনামে ফিরে আসেন বাংলাদেশের এই বহু চর্চিত নায়িকা। তবে এই মুহূর্তে পরীমণির বিয়ে নিয়ে আনন্দে মেতেছে বাংলাদেশ (Bangladesh)।

শনিবার রাত ১১ টায় পরীরমনির বনানীর বাড়িতে নিকট আত্মীয়ের উপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠান হয়। জানা গিয়েছে, জনপ্রিয় নায়িকা পরীমণি এবং নায়ক শরিফুলের বিয়েতে দেন মোহর ধার্য ছিল মাত্র ১০১ টাকা। বিয়েতে উকিল বাবা হয়েছিলেন পরিচালক রেদওয়ান রনি। শফিকুল অভিনীত আইসক্রিম পরিচালনা তিনিই করেছিলেন। ২০২১ এর ১৭ অক্টোবার গোপনে বিয়ে সেরেছিলেন পরী এবং রাজ। এরপর পরীমণির অন্তঃসত্তা এবং বিয়ে হওয়ার খবর একই সঙ্গে প্রকাশ্য়ে আসে ১০ জানুয়ারি। শনিবার  পরীমণি এবং  শরিফুলের দুই পরিবারই বিবাহ অনুষ্ঠানের সামিল হয়। সব মিলিয়ে উপস্থিত ছিলেন ২০-২৫ জন। এর মধ্য়ে ছিলেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী সহ নায়িকার কাছের মানুষ।পরীমণির বিপদের দিনে যিনি সবসময় পাশে ছিলেন, যাকে নায়িকা মা বলে ডাকেন, সেই পচিচালক চয়নিকা চৌধুরী জানিয়েছেন, 'বিয়েটা ওরা একা একা নিজেরা করেছিল। এবার পরিবার-অভিভাবকদের সঙ্গে নিয়ে আনন্দে মেতেছে পরীমণি এবং রাজ। বিয়েতে পারিবারিক সদস্য ছাড়াও উপস্তিত ছিলেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, ডিএ তায়েব, মাহবুবা শাহরিণ আর টুনটুন। সবার ভালোবাসা এবং আর্শীবাদে ওদের জীবন ভরে উঠুক।'

Latest Videos

আরও পড়ুন, বিতর্কিত নায়িকা পরিমনির জীবনে আসছে নতুন অতিথি, কে সেই বিশেষ অতিথি, যার জন্য দেড় বছরের ছুটিতে গেলেন নায়িকা

বিয়ে নিয়ে পরীমণি বলেন, ১৭ অক্টোবারে আমাদের বিয়েটা অনেকটা পুতুলের মতো বিয়ে হয়েছে। কোনও অনুষ্ঠানও সেবার হয়নি। আমার এবং রাজের পরিবারের অনেক সদস্যই এখবর জানতেন না। বর-বউ তেমন করে সাজতেই পারিনি। অপরদিকে পরীমণির বর শরিফূল রাজ বলছেন, বিয়ে নিয়ে সকলেরই নানা রকম সাধ-আহ্নাদ থাকে। বলতে গেলে সেই পরিকল্পনারই বাস্তবায়ন হয়েছে শনিবার। ১৭ অক্টোবার বিয়েতে আমরা আয়োজন করে ছবি তুলতে পারিনি। ছবি তুলতেই নতুন করে বিয়ে করছি, এটাও বলা যায়। প্রসঙ্গত, যে ছবিতে অভিনয় সূত্রে পরীমণি সবথেকে আলোচনায় এসেছেন, সেই প্রীতিলতা ছবির পরিচালক রাশিদ পলাশ বলেছেন, 'সুখী হোক পরী। সুখী হোক দুজনেই। রাজ-পরীর জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল। আমার বিশ্বাস আমরা আগামীতে নতুন কোনও পরীকে আবিষ্কার করতে যাচ্ছি। এখন শুধু ওদের সন্তানের জন্যই অপেক্ষা।'

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের