গানের সুর চুরির অভিযোগ উঠল তাহসানের বিরুদ্ধে, দায় এড়িয়ে মুখ খুললেন অর্ণব


ফের শিরোনামে উঠে এলেন মিথিলার প্রাক্তন স্বামী তাহসান খান। এবার গানের সুর নকল করার অভিযোগ উঠল তাহসানের বিরুদ্ধে।  এই কথা ফাঁস হতেই তাহসানকে নিয়ে উত্তাল ঢালিউড ইন্ডাস্ট্রি। গানের জগতের পাশাপাশি  অভিনয় জগতে ফাটিয়ে অভিনয় করছেন তাহসান খান। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,  মীরা দেববর্মনের লেখা ও সচীন দেববর্মনের গাওয়া জনপ্রিয় গান দখিন হাওয়া গানটি নতুন আঙ্গিকে, নতুন ভাবে প্রকাশ করা হয়েছে কোক স্টুডিও বাংলা সিজন ১-এ। আর এই গানটি গেয়েছেন ভারতীয় শিল্পী মধুবন্তী বাগচী। আর এই গানের সুর চুরি করার অভিযোগ উঠল তাহসানের বিরুদ্ধে।  
 

Riya Das | Published : Aug 6, 2022 7:10 AM IST / Updated: Aug 06 2022, 01:50 PM IST

ফের শিরোনামে উঠে এলেন মিথিলার প্রাক্তন স্বামী তাহসান খান। এবার গানের সুর নকল করার অভিযোগ উঠল তাহসানের বিরুদ্ধে।  এই কথা ফাঁস হতেই তাহসানকে নিয়ে উত্তাল ঢালিউড ইন্ডাস্ট্রি। গানের জগতের পাশাপাশি  অভিনয় জগতে ফাটিয়ে অভিনয় করছেন তাহসান খান। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,  মীরা দেববর্মনের লেখা ও সচীন দেববর্মনের গাওয়া জনপ্রিয় গান দখিন হাওয়া গানটি নতুন আঙ্গিকে, নতুন ভাবে প্রকাশ করা হয়েছে কোক স্টুডিও বাংলা সিজন ১-এ। আর এই গানটি গেয়েছেন ভারতীয় শিল্পী মধুবন্তী বাগচী। আর এই গানের সুর চুরি করার অভিযোগ উঠল তাহসানের বিরুদ্ধে।  

এই গানের নতুন সংস্করণে বেশ কিছু পরিবর্তন এসেছে। গানের একটি অংশে ফিউশনে রাখা হয়েছে উত্তরের হাওয়া-র কয়েকটি লাইন। উত্তরের হাওয়া অংশটুকু গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান খান।  এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই উত্তাল সোশ্যাল মিডিয়া। অভিযোগ উঠেছে তাহসানের গাওয়া গানের এই অংশটুকু নাকি নকল করা হয়েছে। যার সুর ও সঙ্গীত করেছেন শায়ান চৌধুরী অর্ণব। এই গানটির নির্দিষ্ট অংশটি মার্কিন গায়ক ক্লাইরোর গাওয়া প্রথম অ্যালবাম ইমিউনিটির সোফিয়া গানের থেকে নকল করা হয়েছে। সেই গানের সঙ্গে হুবহু মিল খুজে পেতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন নেটিজেনরা। 

ফ্রেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়েছে কোক স্টুডিও বাংলা। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে প্রথম সিজনে আটটি গান প্রকাশিত হয়েছে। এবং প্রতিটি গান ভাল রেসপন্স পেয়েছে। গত বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে কোক স্টুডিও বাংলার অষ্টম গান দখিন হাওয়া।  ব্যাস, তারপর থেকেই শুরু বিতর্ক। শেষমেষ অর্ণবের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এই বিষয়টি পুরোটাই কাকতালীয়। কোক স্টুডিও বাংলার মূল মিউজিক প্রোডিউসার  আরও জানান সোফিয়া- গান  তিনি কোনওদিন শোনেনি। অর্ণব আরও বলেন, আমি আমার মতো করে সুর তৈরি করেছি। কোনও গানের সঙ্গে যদি তা মিলে যায় তা কাকতালীয়। আর যে গানের সুর থেকে নকল করা বলা হচ্ছে সেই গান আমি কখনও শুনিনি। তিনি সাফাই দিয়ে বলেন, এমন একটি বড় আয়োজনের গান নকল করার কোনও প্রশ্নই আসে না। কবে সুর কোনওভাবে মিলে গেলে আমাদের কিছু করার নেই। উল্লেখ্য, ২০০৬ সালে সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে বিয়ে হয়েছিল মিথিলার। ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতি টানেন দুজনে। তাদের দুজনের একটি কন্যাসন্তানও রয়েছে।
 

Share this article
click me!