বাংলাদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে গিয়েছে প্রায় ১৫ হাজার ঘর, গৃহহীন অন্তত ৫০,০০০

  • বাংলাদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ড
  • ঝলসে গিয়েছে প্রায় ১৫ হাজার ঘর 
  • গৃহহীন অন্তত ৫০,০০০ মানুষ
  • আগুন লাগার কারণ এখনও অজানা

Indrani Mukherjee | Published : Aug 18, 2019 10:27 AM IST / Updated: Aug 18 2019, 05:46 PM IST

বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাংলাদেশের রাজধানী ঢাকায়। শুক্রবার ঢাকার মিরপুর এলাকার একটি বস্তিতে আগুন লেগে যায় বলে খবর। আগুনের করাল গ্রাসে নিমেষেই ছারখার হয়ে গিয়েছে সমগ্র বস্তি এলাকা। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে ধ্বংস হয়ে গিয়েছে বস্তির প্রায় ১৫ হাজার ঘর এবং গৃহহীন প্রায় ৫০,০০০ মানুষ। 

উত্তর ঢাকা সিটি কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনায়  যেসব মানুষ মাথার ওপর থেকে ছাদটুকু হারিয়েছেন তাঁদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে, যতক্ষণ না তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে। 

Latest Videos

সূত্রের খবর, কয়েকদিন আগেই ছিল ইদ-আল-আধা। আর তাই ইদ উপলক্ষ্যে বহু মানুষ এদিন শহরের বাইরে ছিলেন বলে জানা গিয়েছে, আর সেই সময়েই ঘটে যায় এই মারাক্মক অগ্নিকাণ্ড। যদিও এখনও পর্যন্ত কোনও মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে বেশকিছু মানুষের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে ওই বস্তি এলাকায় বসবাসকাসরী বেশিরভাগ মানুষই আর্থিকভাবে দুর্বল। কেউ দিনমজুর, কেউ বা কলকারখানার শ্রমিক। ভয়াল অগ্নিকাণ্ডের জেরে তাঁদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তার মধ্যে থেকে কিছুটা বাঁচানোর আশায় এদিন খবর পেয়ে ছুটে এসেছিল কিছু মানুষ। 

তবে ঠিক কী কারণে আগুন লাগল ওই বস্তিতে তা এখনই স্পষ্ট করে বোঝা সম্ভব হচ্ছে না। তবে যেহেতু বস্তির অধিকাংশ বাড়িই বাঁশ এবং কাঠের তৈরি সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে । তবে গোটা বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই গঠন করা তদন্ত কমিটি। আশা করা হচ্ছে আগামী ১৫ দিনের মধ্যেই তদন্তের রিপোর্ট পেশ করা হবে। 

Share this article
click me!

Latest Videos

নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
এবার খেল দেখাবে শুভেন্দু! 'বোন বলেছি, দায়িত্ব আমার' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | RG Kar
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati