‘একজন অত্যাচারী এবং রেপিস্ট’, নিজের বাবাকে দোষী করে আত্মহত্যা বাংলাদেশের তরুণীর

Published : Aug 29, 2022, 01:00 AM IST
‘একজন অত্যাচারী এবং রেপিস্ট’, নিজের বাবাকে দোষী করে আত্মহত্যা বাংলাদেশের তরুণীর

সংক্ষিপ্ত

“পশুর সঙ্গে থাকা যায়, কিন্তু অমানুষের সঙ্গে না”, নিজের বাবাকে ‘ধর্ষক’ সাব্যস্ত করে ঝাঁপ দিয়ে আত্মহত্যা তরুণীর। মর্মান্তিক ঘটনা বাংলাদেশের ঢাকায়।   

১০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবতীর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকায়। পুলিশ সূত্রে খবর, ২১ বছরের ওই তরুণী কলেজ পড়ুয়া ছিলেন। মৃতার নাম সানজানা। এই মৃত্যুর ঘটনায় অভিযোগের তির মৃতার বাবার দিকে। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

দক্ষিণখান থানার ওসি মামুনুর রশিদ সংবাদমাধ্যমকে জানান, কাপড় শুকোনোর কথা বলে ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীর কাছ থেকে চাবি নিয়ে ছাদে যান ওই পড়ুয়া। এর পরই ১০ তলার ছাদ থেকে লাফ দেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার হয় একটি ‘সুইসাইড নোট’। ছোট্ট সবুজ রঙের কাগজে লেখা, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সঙ্গে থাকা যায়, কিন্তু অমানুষের সঙ্গে না।’ এখানেই শেষ নয়। চিরকুটে আরও লেখা, ‘এক জন অত্যাচারী এবং রেপিস্ট, যে কাজের মেয়েকেও ছাড়েনি।’

পুলিশ সূত্রে খবর, মৃতার বাবা শাহিন আলম কিছু দিন আগে দ্বিতীয় বার বিয়ে করেন। এ নিয়ে পারিবারিক অশান্তি শুরু হয়। কিছু দিন আগে অবশ্য সানজানার মা স্বামীকে ডিভোর্স দেন। সানজানা কিছু দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁর প্রেসক্রিপশনও পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তি এবং মানসিক কারণেই আত্মহত্যা করেছেন তরুণী। পুরো ঘটনার তদন্ত করছে ঢাকা পুলিশ।
 

PREV
click me!

Recommended Stories

হিন্দুদের ওপর হামলা সাম্প্রদায়িক কারণে নয়, নয়া রিপোর্টে সামনে আসতে দাবি ইউনূস সরকারের
কে এই শামিলা? যাঁর রাজনীতিতে আসা নিয়ে জোর চর্চা শুরু ভোটের বাংলাদেশে