বুকে টেনে নিয়ে আদর থেকে চুম্বন, এটাই যে স্ত্রীকে শেষ স্পর্শ তা কি টের পেয়েছিলেন অভিষেক

চোখে বাঁধা কাপড়, তাতেও বুঝতে পেরেছিলেন  এটাই তার স্বামী অভিষেক চট্টোপাধ্যায়। চোখ বাধা অবস্থাতেই অভিষেকের গালে চুম্বন করেছিলেন স্ত্রী সংযুক্তা। স্টার জলসার ইসমার্ট জোড়ি-র সেটে শেষবারের মতো একে অপরকে ভালবাসা-আদরে ভরিয়ে দিয়েছেন এই জুটি।সেদিন কি ভেবেছিলেন এটাই তার স্বামী অভিষেককে শেষ আদর। কেউই ভাবতে পারেননি এটাই তাদের শেষ দেখা। ২৩ মার্চ শুটিংই যে অভিষেকের জীবনের শেষ শুটিং হতে চলেছে তা হয়তো কারোরই জানা ছিল না। দিন কয়েক ধরেই অসুস্থ ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। কয়েকদিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না অভিষেকের। ২৩ মার্চ রিয়্যালিটি শো-তে শ্যুট চলাকলীন অসুস্থ হয়ে পড়েন অভিষেক চট্টোপাধ্যায়। সেই সময়ও তার সঙ্গী ছিলেন স্ত্রী সংযুক্তা। সম্প্রতি অভিষেক চট্টোপাধ্যায়ের শেষ শুটের ঝলক প্রকাশ্যে এল, যা দেখে চোখ ভিজেছে ভক্তদের।

দীর্ঘদিনের পথচলা জীবনসঙ্গীকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন অভিনেতার স্ত্রী। অভিষেক ও সংযুক্তার একটা ফুটফুটে কন্যাসন্তানও রয়েছে। স্ত্রী ও কন্যাকে নিয়েই সুখের সংসার ছিল অভিষেকের। গত বছরও দাম্পত্য জীবনের ১৩ তম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায় স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। আচমকাই যেন তাতে ছন্দপতন। স্ত্রী-পরিবার, সংসার ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়।  স্টার জলসার ইসমার্ট জোড়ি-র সেটে শেষবারের মতো একে অপরকে ভালবাসা-আদরে ভরিয়ে দিয়েছেন এই জুটি।

চোখে বাঁধা কাপড়, তাতেও বুঝতে পেরেছিলেন  এটাই তার স্বামী অভিষেক চট্টোপাধ্যায়। চোখ বাধা অবস্থাতেই অভিষেকের গালে চুম্বন করেছিলেন স্ত্রী সংযুক্তা। স্টার জলসার ইসমার্ট জোড়ি-র সেটে শেষবারের মতো একে অপরকে ভালবাসা-আদরে ভরিয়ে দিয়েছেন এই জুটি।সেদিন কি ভেবেছিলেন এটাই তার স্বামী অভিষেককে শেষ আদর। কেউই ভাবতে পারেননি এটাই তাদের শেষ দেখা। ২৩ মার্চ শুটিংই যে অভিষেকের জীবনের শেষ শুটিং হতে চলেছে তা হয়তো কারোরই জানা ছিল না। দিন কয়েক ধরেই অসুস্থ ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। কয়েকদিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না অভিষেকের। ২৩ মার্চ রিয়্যালিটি শো-তে শ্যুট চলাকলীন অসুস্থ হয়ে পড়েন অভিষেক চট্টোপাধ্যায়। সেই সময়ও তার সঙ্গী ছিলেন স্ত্রী সংযুক্তা। সম্প্রতি অভিষেক চট্টোপাধ্যায়ের শেষ শুটের ঝলক প্রকাশ্যে এল, যা দেখে চোখ ভিজেছে ভক্তদের।

Latest Videos

 

 

আরও পড়ুন-নগ্ন শরীর, সারা গায়ে নিজের ছবি আটকে চরম ট্রোলড হলেন উরফি জাভেদ

আরও পড়ুন-যৌনমিলনের চরম মুহূর্তে কেমন পুরুষ পছন্দ মালাইকার, সেক্স লাইফ নিয়ে মুখ খুললেন অর্জুনের প্রেমিকা

আরও পড়ুন-অর্ধনগ্ন শরীরে চুঁইয়ে পড়ছে উষ্ণতা, দুধ সাদা বিছানায় গা এলিয়ে হট পোজে ভাইরাল ঋদ্ধিমা

 

শুটিংয়ের ঝলকে দেখা যাচ্ছে কালো পাঞ্জাবি পরে রিয়্যালিটি শো জমিয়ে দিয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। শো-তে কখনও হাঁটু মুড়ে বসে স্ত্রীকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন, আবার কখনও নিজের বুকে টেনে নিয়েছেন স্ত্রী সংযুক্তাকে। কখনও আবার স্ত্রীর কপালে ভালবেসে একে দিয়েছেন চুম্বন। আবার কখনও অভিনেতা বলছেন, যত দিন যাবে ততই স্বামীর স্পর্শ আরও বেশি করে বুঝতে পারবেন সংযুক্তা। স্ত্রীও অভিষেকের গালে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। অভিষেক ও সংযুক্তার প্রেমে মুগ্ধ অনুরাগী থেকে সঞ্চালক। তবে এটাই যে শেষ দিন তাদের এটা  কি টের পেয়েছিলেন অভিষেক? আর সেই জন্যই কি হাসপাতালে ভর্তি হতে রাজি হননি অভিনেতা, সকলের অনুরোধ সত্ত্বেও বাড়িতে চিকিৎসা করতে রাজি হয়েছিলেন। তারপর ২৪ মার্চ ভোররাতেই  হৃদরোগই কেড়ে নিল তরতাজা প্রাণ। আর কোনওদিনই অভিষেক চট্টোপাধ্য়ায়কে আর বড়পর্দায় দেখা যাবে না। এই কথাটা  যেন কোনওমতেই হজম করতে পারছেন না টলি ইন্ডাস্ট্রির দর্শকরা। আচমকাই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন টলিউড অভিনেতা  (Bengali Cinema) অভিষেক চট্টোপাধ্য়ায়। সাতসকালে এমন এক খবর শুনে সকলেই যেন হতবাক। এখনও যেন বিশ্বাস করতে পারছেন না কেউ।  রাত ১ টার পরই  প্রয়াত হয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে তথা তার পরিবারে। লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকতে মোটেই পছন্দ ছিল না অভিনেতার। সর্বদাই নিজেকে শ্যুটের মধ্যে ব্যস্ত রাখতেন অভিনেতা। শুটিং করতেই করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিষেক চট্টোপাধ্যায় ।
 

 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury