'কিশমিশ' নাকি 'রাবণ' বধ,বহুদিন পর মুখোমুখি জিৎ ও দেব, বক্সঅফিসে পাল্লা ভারী কার?

সদ্যই মুক্তি পেয়েছে সুপারস্টার দেব ও রুক্মিণী অভিনীত ছবি 'কিশমিশ'। অন্যদিকে মুক্তি পেয়েছে জিৎ অভিনীত  'রাবণ' ছবি। বহুদিন একে অপরের মুখোমুখি দেবও জিৎ। দুই সুপারস্টারের প্রতিদ্বন্দ্বীতা বহুদিনের।  'কিশমিশ' ও  'রাবণ' যে বক্স অফিসে একে অপরকে টেক্কা দেবে তা সকলেরই জানা। সারা শহর ভরে গিয়েছে 'কিশমিশ'-এর পোস্টার। ইলেকট্রিক বিল থেকে কলকাতা মেট্রো, অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে রাহুল মুখোপাধ্যায় অভিনীত দেব ও রুক্মিণী অভিনীত ছবি 'কিশমিশ'এর পোস্টার। তবে সেই তুলনায় 'রাবণ' ছবি বিজ্ঞাপণ অনেক কমই হয়েছে। তবে বক্সঅফিসে পাল্লা ভারী কার? তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। দেব না জিৎ কে কাকে টেক্কা দিল এই নিয়ে চলছে বিস্তর চর্চা। তবে নেটিজেনদের পছন্দের নিরিখে খানিকটা এগিয়ে রয়েছে জিতের ছবি 'রাবণ'।  বুক মাই শো-এর তথ্য অনুযায়ী দেবের ছবি ৮৭ শতাংশ ভোট পেয়েছে এবং জিতের ছবি ৮৮ শতাংশ ভোট পেয়ে সামান্য এগিয়ে রয়েছে।

সদ্যই মুক্তি পেয়েছে সুপারস্টার দেব ও রুক্মিণী অভিনীত ছবি 'কিশমিশ'। অন্যদিকে মুক্তি পেয়েছে জিৎ অভিনীত  'রাবণ' ছবি। বহুদিন একে অপরের মুখোমুখি দেবও জিৎ। দুই সুপারস্টারের প্রতিদ্বন্দ্বীতা বহুদিনের।  'কিশমিশ' ও  'রাবণ' যে বক্স অফিসে একে অপরকে টেক্কা দেবে তা সকলেরই জানা। সারা শহর ভরে গিয়েছে 'কিশমিশ'-এর পোস্টার। ইলেকট্রিক বিল থেকে কলকাতা মেট্রো, অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে রাহুল মুখোপাধ্যায় অভিনীত দেব ও রুক্মিণী অভিনীত ছবি 'কিশমিশ'এর পোস্টার। তবে সেই তুলনায় 'রাবণ' ছবি বিজ্ঞাপণ অনেক কমই হয়েছে। তবে বক্সঅফিসে পাল্লা ভারী কার? তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। দেব না জিৎ কে কাকে টেক্কা দিল এই নিয়ে চলছে বিস্তর চর্চা। তবে নেটিজেনদের পছন্দের নিরিখে খানিকটা এগিয়ে রয়েছে জিতের ছবি 'রাবণ'।  বুক মাই শো-এর তথ্য অনুযায়ী দেবের ছবি ৮৭ শতাংশ ভোট পেয়েছে এবং জিতের ছবি ৮৮ শতাংশ ভোট পেয়ে সামান্য এগিয়ে রয়েছে।

বক্স অফিসের দুই স্টারের হাড্ডাহাড্ডি টেক্কা চলছে। কে কার থেকে এগিয়ে যাবে তার দিকে তাকিয়ে সকলেই। বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করছে  দেব ও রুক্মিণী অভিনীত ছবি 'কিশমিশ'। যার ফলে ইতিমধ্যেই 'কিশমিশ'-এর শোটাইম বাড়ানো হয়েছে। অন্যদিকে জিৎ অভিনীত  'রাবণ'-এর কোনও শোটাইম বাড়ানো হয়নি। তবে দুই স্টারের ছবি নিয়ে একেক জনের একেক মত। কেউ  বলছেন রাম হিসেবে অতটাই ভাল নয়, বরং'রাবণ' হিসেবেই দুর্দান্ত অভিনয় করেছেন জিৎ। কেউ বলছেন এই ছবির জন্য আরও একটু খরচ করতেই পারত জিৎ। তাহলে ছবিটা আরও বেশি ভাল পারফর্ম করত। তবে নানা মুনির নানা মত হলেও দেবের'কিশমিশ'-এর থেকে সামান্য এগিয়ে রয়েছে জিতের 'রাবণ'।

Latest Videos

 

আরও পড়ুন-গর্জিয়াস স্কিনফিট মিনি ড্রেসে হট ক্লিভেজের উঁকি, উরুর খাঁজে আগুন জ্বালালেন 'সেক্সিয়েস্ট' মৌনি

আরও পড়ুন-সি-থ্রু পোশাকে স্পষ্ট ফুটে উঠল অন্তর্বাস, ফিনফিনে প্য়ান্ট পরে রাস্তায় বেরিয়ে চরম ট্রোলড মালাইকা

আরও পড়ুন-ট্রান্সপারেন্ট পোশাক, আলো পরতেই গোপনাঙ্গ ঢাকতেই ব্যস্ত প্রিয়ঙ্কা, নিমেষে ছড়িয়ে পড়ল ছবি

 

দেব-রুক্মিণী অভিনীত 'কিশমিশ' ছবি নিয়ে উত্তেজনার পারদ এমনিতেই তুঙ্গে।  রাহুল মুখোপাধ্যায়ের এই ছবিতে দেব ও রুক্মিণী ছাড়াও খরাজ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, জুন মালিয়া, লিলি চক্রবর্তীকে অভিনয় করতে দেখা যাবে। 'টনিক'-এর পর এই 'কিশমিশ'ও  যে বড় ব্লাস্ট করতে চলেছে বাংলা সিনেমায় তা টের পাওয়া যাচ্ছে।  কবে সোশ্যাল মিডিয়ায় শুরু থেকেই এগিয়ে 'রাবণ'। যেমন 'রাবণ'-এর ট্রেলার মুক্তি পেতেই লাইকের সংখ্যা প্রায় ৩৫ লাখের কাছাকাছি । অন্যদিকে 'কিশমিশ'-এর ভিউয়ার সংখ্যা প্রায় ১০ লাখের কাছাকাছি। দীর্ঘদিন বাদে যে দুই তারকার মধ্যে কড়া টক্কর হতে চলেছে তা ক্রমশ স্পষ্ট হচ্ছে।  তবে শুধু তারকাই নয় ফ্যানেদের মধ্যে রেষারেষি কম নয়। দেব বনাম জিতের লড়াই যে কতটা প্রভাব ফেলেছে তা সোশ্যাল মিডিয়াতেও স্পষ্ট ধরা পড়েছে। তবে তারকাদের মধ্যেই যতই  দ্বন্দ্ব থাকুন না কেন তারা এই নিয়ে প্রকাশ্যে কখনওই এমন করেনি। কয়েকদিন আগেই ছবির প্রচার করতেই জিতের'ইস্মার্ট জোড়ি'-র মঞ্চে হাজির  হয়েছিলেন টলিপাড়ার 'কিশমিশ'-জুটি।

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar