মা হলেন 'ঠিক যেন লাভ স্টোরি'র নায়িকা, শুভেচ্ছা ভরল সৈরিতীর সোশ্যাল মিডিয়া

Published : Jul 02, 2020, 12:02 AM ISTUpdated : Jul 02, 2020, 01:07 AM IST
মা হলেন 'ঠিক যেন লাভ স্টোরি'র নায়িকা, শুভেচ্ছা ভরল সৈরিতীর সোশ্যাল মিডিয়া

সংক্ষিপ্ত

মা হলেন ঠিক যেন লাভ স্টোরি ধারাবাহিকের নায়িকা সম্প্রতি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সৈরিতী বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় দিন কতক আগেই পোস্ট করেছিলেন সাধের ছবি স্বামী রোহিত ঝা জানান, মা ও মেয়ে দু'জনেই সুস্থ রয়েছেন

ঠিক যেন লাভ স্টোরি ধারাবাহিকের নায়িকা সৈরিতী বন্দ্যোপাধ্যায় মা হলেন। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সৈরিতী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নিজের সাধের ছবি। সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। করোনার প্রকোপ থাকার দরুণ সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই পালন হয় সৈরিতীর সাধ। অভিনেত্রীর স্বামী রোহিত ঝা জানান, মা ও মেয়ে দু'জনেই সুস্থ রয়েছেন। 

আরও পড়ুনঃ'স্টারকিড ছাডা় বাকিরা কুৎসিত, প্রতিভাও নেই', করণের উক্তিতে কঙ্গণার জবাব

ঠিক যেন লাভ স্টোরি ধারাবাহিকে ইশার চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছিলেন দর্শকমহলকে। তাঁর এবং অভিনেতা নীল ভট্টাচার্যের জুটিকে বেশ পছন্দও করেছিল সকলে। অল্প বয়স্ক দর্শকদের মধ্যে জনপ্রিয় ছিল তাঁদের এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকের পাশাপাশি তাঁকে দেখা গিয়েছিল নিশির ডাক-এও। 

আরও পড়ুনঃকরিনার লাল চোখ, বন্ধুর গায়ে সোনমের ঢোলে পড়া, মদ্যপ অবস্থায় ভাইরাল বলি-সুন্দরীরা

 

এছাড়াও যশ দাশগুপ্ত এবং সঞ্জনা বন্দ্যোপাধ্যায়ের ফিদা ছবিতে অভিনয় করেছেন। নাগলীলা এবং বাক্স বদলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে সৈরিতীকে। আপাতত ভক্তরা তাঁর মেয়ের ছবি পাওয়ার আশায় বসে রয়েছেন। চারিদিকে নানা মন ভারি করা খবরের মধ্যে সৈরিতীর মা হওয়ার খবরটি বেশ আনন্দ দিয়েছে সকলকে। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার