উচ্ছেবাবুর সঙ্গে তুফানমেলের কেমিস্ট্রি কি মনে ধরছে না ভক্তদের, পুজোর পরই কি বন্ধ হতে চলেছে 'মিঠাই'?

পুজোর পরই জি বাংলায় আসতে চলেছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। এর সঙ্গেই আসতে চলেছে নতুন একঝাঁক জুটি।  এবার সেই কারণেই নাকি বন্ধ হতে চলেছে পুরোনো মেগা ধারাবাহিক। শোনা যাচ্ছে সেই তালিকায় রয়েছে মিঠাই-এর নাম। তবে যত দিন যাচ্ছে ততই যেন মিঠাইয়ের নম্বর ক্রমশ কমছে। টলিপাড়ায় গুঞ্জনে শোনা যাচ্ছে পুজোর আগেই নাকি শেষ হতে চলেছে মিঠাই। 

টিআরপি তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ছে জি বাংলায় জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। গত সপ্তাহেও ভাগ্য ফেরেনি মিঠাই-এর। বৃহস্পতিবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়। কে এগিয়ে যাবে আর কে যাবে পিছিয়ে তা জানতেই মুখিয়ে থাকে দর্শকরা। তবে যত দিন যাচ্ছে ততই যেন মিঠাইয়ের নম্বর ক্রমশ কমছে। কোনও টুইস্টই যেন কাজে আসছে না। এবার টলিপাড়ায় গুঞ্জনে  শোনা যাচ্ছে এবার নাকি শেষ হতে চলেছে মিঠাই। পুজোর আগেই নাকি শেষ হবে ধারাবাহিক মিঠাই। তবে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।

পুজোর পরই জি বাংলায় আসতে চলেছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। এর সঙ্গেই আসতে চলেছে নতুন একঝাঁক জুটি।  এবার সেই কারণেই নাকি বন্ধ হতে চলেছে পুরোনো মেগা ধারাবাহিক। শোনা যাচ্ছে সেই তালিকায় রয়েছে মিঠাই-এর নাম।জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই-এর সমস্ত আপডেট জানার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন দর্শক। টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে মিঠাই ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় দুই মুখ্য চরিত্র মিঠাই ও সিদ্ধার্থর রসায়ন আর মনে ধরছে না ভক্তদের। শুরুতে সৌমিতৃষা ও আদৃতের কেমিস্ট্রি মন কাড়লেও এখন তাতে ভাটা পড়েছে।  মিঠাইয়ের  টক ,ঝাল, মিষ্টি  রসায়নে আগ্রহ হারাচ্ছে দর্শক। এমনকী টিআরপি-তেও নম্বর কমছে মিঠাইয়ের।

Latest Videos

 

 

সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু। কীভাবে ফ্যানদের ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত সৌমিতৃষা কুন্ডু। এবার নায়িকার ভোলবদলে ঘুম উড়েছে ভক্তদের। শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ন সব পোশাকেই রাতের ঘুম কাড়তেই সিদ্ধহস্ত সৌমিতৃষা কুন্ডু। সৌমিতৃষার অভিনয়ের কথা নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। মিঠাই এর মিষ্টি অভিনয় দেখার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন দর্শকরা। ধারাবাহিকের শুরুতে টিআরপি তালিকা  মোদক পরিবার সকলকে চমকে দিয়েছিল নিমেষের মধ্যে। বিশেষ করে মিঠাই ভক্তরা খুশিতে ডগমগ ছিল। তবে কিছুদিন  যেতে না যেতেই ছন্দপতন। সিরিয়ালে মোড়ও ক্রমশ ঘুরে যাচ্ছে।  গত সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থানে নিজের জায়গা করতে পারেনি মিঠাই। যার ফলে মন খারাপ হয়েছে মিঠাই ভক্তদের।  তবে প্রথম পাঁচ-এ নিজের জায়গা ধরে রেখেছে মেগা সিরিয়াল মিঠাই। কিছুদিন আগেই টিআরপি তালিকায় বাজিমাত করেছিল সকলের প্রিয় মিঠাই রানি। তবে সেই রাজত্ব ধরে রাখতে পারেননি মিঠাই রানি।  নিজের জায়গা হাতছাড়া হয়ে গেছে । তবে সত্যিই কি সিড-মিঠাইকে আর একসঙ্গে দেখা যাবে না, যদিও এর কোনও সঠিক উত্তর মেলেনি। আপাতত পুজোর শেষের অপেক্ষাতে রয়েছেন ভক্তরা।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury