হলিউড বা বলিউড নয়, এবার টলিউডে সাক্ষাৎ টি-ম্য়ান দর্শণ, সৌজন্যে অঙ্কুশ

অঙ্কুশ হাজরার সেন্স অফ হিউমার নিয়ে কোনও সন্দেহ নেই। কমেডির দিক থেকে তাঁর টলিউডে জুড়ি মেলা ভার। 

অঙ্কুশ (Ankush Hazra) মানেই মজার মজার পোস্ট (Social Media Post) , অঙ্কুশ মানেই কোথাও গিয়ে যেন বেশ কিছুটা হলকা মেজাজের আড্ডা, কমেন্ট বা ছবির খোঁজ, বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এই টলিউড স্টার। একের পর এক ভালো ছবি দর্শকদের উপহার দিয়ে চলেছেন তিনি, কখনও তার ব্যতিক্রম ঘটে না। অঙ্কুশ হাজরার সেন্স অফ হিউমার নিয়ে কোনও সন্দেহ নেই। কমেডির দিক থেকে তাঁর টলিউডে (Tollywood Actor)  জুড়ি মেলা ভার। নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে অঙ্কুশের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কমিক টাইমিং নিয়েও তিনি প্রায়সই প্রশংসিত হতে থাকেন। এবার সেই সেন্স অফ হিউমারের জেরেই প্রকাশ্যে এল অঙ্কুশের ভিন্ন রূপ। একটি অ্যাপের বিভিন্ন ফিল্টার ব্যবহার করে নিজেকে ফের কমেডি কিং হিসাবে প্রমাণ করলেন তিনি।  

 

Latest Videos

 

মাঝে মধ্যেই তাঁর মজাদার পোস্ট সকলের মন বেশ ভালো করে দেয়। কখনও বিভিন্ন রূপে সেজে ওঠেন অঙ্কুশ। তাঁর এই ফিল্টারের চটে নেটিজেনদের পেটে হাসতে হাসতে প্রায় খিল ধরে যায়, কখনও আবার তাঁর কমেন্ট কিংবাা মজার কাণ্ড বেশ উপভোগ করে করে ভক্তমহল। জি বাংলা সা রে গা মা পা মঞ্চে তাঁর সঞ্চালনার মূলেও ছিল সেই একই ইউএসপি। এবার নর্থবেঙ্গল থেকে তাঁর পোস্ট সামনে আসতেই আবারও সকলের নজরে এলো তা, হলিউড মানেই স্পাইডারম্যান, ব্যাটম্যান, ছোটদের বেশ প্রিয় এই সুপারম্যান চরিত্রেরা। আর যদি হয়ে থাকে এমন কোনও চরিত্রের সৃষ্টি যার নাম হবে টি-ম্য়ান তাকে দেখতে কেমন হতে পারে! চায়ের বাগানে পোজ, পিঠে চা তোলার ঝুরি, তাহলেই কেল্লা ফতে, আর এবার এমনই এক চরিত্র নিয়ে হাজির হলেন অঙ্কুশ ।

আরও পড়ুন- Big B Stuff COVID 19 Positive: অমিতাভ বচ্চনের বাড়িতে আবারও করোনার থাবা, আতঙ্কে ভক্তমহল

আরও পড়ুন- Raj-Subhasree COVID 19 Positive: টলিপাড়ায় বাড়ছে কোভিড, পক্স সারতেই ফের করোনার কবলে রাজ-শুভ

 

ছবি দেখে বিষয়টা স্পষ্ট যে এই ছবি তোলা উত্তরবঙ্গের চা বাগানে, সেখানে  কী উদ্দেশ্যে বর্তমানে রয়েছেন অঙ্কুশ তা স্পষ্ট নয়, তবে মজার ছলে শেয়ার করা এই ছবি দর্শকদের বেশ মনে ধরেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে নতুন বছরের শুভেচ্চা জানাতেই সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েচিলেন তিনি, শেয়ার করেছিলেন একটি ভিডিও, যেখানে তাঁকে সাফ বলতে শোনা যায়, যে নতুন বছর একগুচ্ছ ভালো খবর নিয়ে উপস্থিত হবেন তিনি। বেশ কিছু ছবির খবরও শেয়ার করবেন, কিছু দিনের মধ্যেই বিস্তারিত খবর দেবেন ভক্তদের, সকলের বছরটি ভালো কাটুক, এমনই শুভেচ্ছা জানান তিনি। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury