গুরুতর অসুস্থ তাসকিন রহমান, বিদেশে চলছে অভিনেতার বিশেষ চিকিৎসা

Published : Nov 27, 2020, 09:06 PM ISTUpdated : Nov 27, 2020, 10:36 PM IST
গুরুতর অসুস্থ তাসকিন রহমান, বিদেশে চলছে অভিনেতার বিশেষ চিকিৎসা

সংক্ষিপ্ত

গুরুতর অসুস্থ বাংলাদেশি অভিনেতা তাসকিন রহমান অপটিকাল স্নায়ুর সমস্যায় অস্ট্রেলিয়ার চিকিৎসার জন্য ছুটে গিয়েছেন অভিনেতা গত এক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন তাসকিন স্নায়ুজনিত নানা সমস্যা দেখা দিচ্ছে শরীরে

গুরুতর অসুস্থ বাংলাদেশি অভিনেতা তাসকিন রহমান। অপটিকাল স্নায়ুর সমস্যা নিয়ে গুরুতর অসুস্থ বাংলাদেশি অভিনেতা তাসকিন রহমান। 'ঢাকা অ্যাটাক' ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন তাসকিন। খলনায়ক থেকে নায়ক হওয়ার এই যাত্রাও এক উদাহরণ সকলের কাছে।

তাসকিনের আগে থেকেই অপটিকাল স্নায়ু জনিত সমস্যায় ভুগতেন বহুদিন ধরে। সেই সমস্যাই ক্রমশ বাড়তে শুরু করেছে তাঁর। বাংলাদেশেই প্রথমে শুরু হয়েছিল তাঁর চিকিৎসা। তবে সেই চিকিৎসায় কোনও উন্নতি তেমন হয়নি। ইদানিং ক্রমশ বেড়েছে চোখের সমস্যা। মাথা যন্ত্রণাতেও সাংঘাতিক ছটফট করতেন তিনি। যার পরই এই মাসের ২২ তারিখ তাসকিন অস্ট্রেলিয়া ছুটে গিয়েছেন। সেখানেই চলছে তাঁর চিকিৎসা।

আরও পড়ুনঃপোলকা ডটসে মধুমিতা, Too Hot কলারবোনেই কি অবশেষে খুঁজে পেলেন 'শান্তি'

 

 

বিশেষ চিকিৎসাই চলছে তাঁর সেখানে। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। তবে শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি বলেই জানা যাচ্ছে। গত মাস থেকেই টানা বিশ্রামেই রয়েছেন তিনি। লাইট ক্যামেরা অ্যাকশনের জগৎ মানেই প্রায় ২৪ ঘন্টাই লাইমলাইটের মধ্যে থাকা। তবে এখন তিনি সমস্ত ছবি, বিজ্ঞাপন অন্যান্য কাজ বন্ধ রেখে বিদেশেই চিকিৎসার জন্য রয়েছেন। তাসকিনের আগামী বেশ কয়েকটি ছবি, 'মিশন এক্সট্রিম', 'অপারেশন সুন্দরবনস', 'ক্যাসিনো', 'ঢাকা ২০৪০' মুক্তির অপেক্ষায় রয়েছে। 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা