'দীর্ঘ ১ মাসের লড়াই আজ শেষ', বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন টলি অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়

Published : Jun 17, 2021, 06:29 PM ISTUpdated : Jun 18, 2021, 10:27 AM IST
'দীর্ঘ ১ মাসের লড়াই আজ শেষ', বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন  টলি অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার সকালেই বাবাকে হারিয়েছেন রুদ্রজিৎ মুখোপাধ্যায়  গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন অভিনেতার বাবা কিডনির সমস্যায় ভুগছিলেন রুদ্রর বাবা শ্বশুরমশাইকে হারিয়ে আবেগঘন হবু বউমা প্রমিতা চক্রবর্তী

একজনের মৃত্যুশোক কাটিয়ে উঠতে না উঠতেই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে অন্য  প্রিয়জনের মৃত্যুসংবাদ। চারিপাশ জুড়ে যেন শোকের ছায়া। গতকালই বাংলার বিখ্যাত নাট্যব্যক্তিত্ব সত্যজিতের বিমলা স্বাতীলেখা সেনগুপ্তর মৃত্যুতে গভীরভাবে শোকাহত সকলেই। এরই মধ্যেই দুঃসংবাদ এল টলিপাড়ায়। বৃহস্পতিবার সকালেই বাবাকে হারিয়েছেন টলি অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়। 

আরও পড়ুন-পদ্মার ইলিশ নাকি নবাবী বিরিয়ানি, জামাই আদরে কী পড়তে চলেছে পাতে, রইল সেলেব জুটির প্রথম ষষ্ঠীর ঝলক...

আরও পড়ুন-পরকীয়ার নেশায় মজে নুসরত, ব্যোমকেশই কি খুঁজে বার করবেন অভিনেত্রীর গর্ভের সন্তানের আসল বাবাকে...

আরও পড়ুন-বরুণ-নাতাশার কোলে এল নতুন অতিথি, বিয়ের ৪ মাসের মধ্যেই 'বাবা' হওয়ার সুখবর দিলেন ডেভিড পুত্র...

 

আর মাত্র বাকি কয়েকটা দিন। তারপরই  জমকালো বিবাহ আসর বসতে চলেছিল টলিপাড়ায়। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি টলিপাড়ার জনপ্রিয় কাপল রূদ্রজিৎ-প্রমিতা রেজিস্ট্রি মতে বিয়ে  সেরেছেন। তবে মাস কয়েক যেতেই জ্যেঠুকে হারিয়েছিলেন অভিনেতা। সেই ধাক্কা কাটতে না কাটতেই বাবাকে হারালেন অভিনেতা।  গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন অভিনেতার বাবা। আর শেষরক্ষা হল না। আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রুদ্রর বাবা। কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতার বাবা। 

 

 

সোশ্যাল মিডিয়ায় অভিনেতা রু্দ্র লিখেছেন, 'দীর্ঘ ১ মাসের লড়াই আজ শেষ। সব কিছু শেষ হয়ে গেলো। তুমি অনেক লড়াই করেছো বাবা এবার তুমি শান্তিতে থেকো আর তোমায় কেউ জ্বালাবে না'। পুরুলিয়া থেকে দূর্গাপুর নিয়ে এসেও বাবাকে বাঁচাতে না পেরে আক্ষেপ রুদ্রর গলায়। সুস্থ হয়ে উঠেও আচমকা চলে গেলেন না ফেরার দেশে। শ্বশুরমশাইকে হারিয়ে আবেগঘন হবু বউমা প্রমিতা চক্রবর্তী ।
 

PREV
click me!

Recommended Stories

Hiran Chatterjee: ফের সাত পাকে বাঁধা পড়লেন বিধায়ক-অভিনেতা হিরণ! কার সঙ্গে হল মালাবদল?
বিয়ের পরে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন মধুমিতা সরকার! বিয়ের প্রস্তুতি কতটা এগিয়েছে?