আবার টলিউডে করোনার থাবা, কোভিড আক্রান্ত হয়ে হাসপাতে ভর্তি হলেন সোহম

  • করোনায় আক্রান্ত অভিনেতা সোহম চক্রবর্তী
  • টলিউডে আবারও করোনার থাবা
  • তড়িঘড়ি ভর্তি করা হয়েছে বেসরকারী হাসপাতালে
  • পরীক্ষা করা হয়েছে তাঁর স্ত্রী ও সন্তানেরও 

সেলেব মহলে করোনার থাবা। একের পর এক তারকার দেহে করোনার হানা ক্রমেই বেড়ে চলেছে। উদ্বেগ বাড়িয়ে এবার আক্রান্ত হলেন অভিনেতা সোহম চক্রবর্তী। বেশ কিছু দিন ধরেই শরীরে নানা উপসর্গ লক্ষ্য করছিলেন তিনি। সন্দেহ হওয়াতেই তড়িঘড়ি কোভিড টেস্ট করিয়েছিলেন তিনি। সোমবার রাতেই মেলে রিপোর্ট। 

করোনা পজিটিভ হওয়াতে সোহম চক্রবর্তীকে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। ডাক্তাদেরর কথায় তাঁকে বর্তমানে পর্যবেক্ষমে রাখা হয়েছে। পাশাপাশি সোহমের পরিবার নিয়েও চিন্তা ছিল তুঙ্গে। তাঁদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু সন্তান ও স্ত্রীর শরীরে মেলেনি এই মারণ ভাইরাস।

Latest Videos

 

 

সোমবার রাতেই সোহমকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। একের পর এক তারকারা করোনায় আক্রান্ত হচ্ছেন। উদ্বেগ বাড়াচ্ছে টলিউড। রাজ চক্রবর্তী থেকে শুরু করে কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লি, এবার সোহম চক্রবর্তী। সেলেব দুনিয়ায় যে কেবল চলচ্চিত্র জগতের তারকারাই আক্রান্ত হচ্ছেন এমনটা নয়। টেলি দুনিয়াতেও একাধিকের শরীরে বাসা বেঁধেছে এই মারণ ভাইরাস। 

Share this article
click me!

Latest Videos

স্যালাইন কাণ্ডে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে পাল্টা দিলেন Sukanta Majumdar! দেখুন সরাসরি
'স্যালাইন থেকেও এখন মাল তুলছে মমতা' চরম জবাব শুভেন্দুর | Suvendu Adhikari | Mamata Banerjee |
LIVE: Saif Ali Khan-এর উপর আকস্মিক হামলা! কেমন আছেন অভিনেতা? দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কী হবে যদি লক্ষ্মীকে কেঁড়ে নেন' মমতাকে আক্রমণ শুভেন্দুর
নিজের এই বাড়িতেই আক্রান্ত সইফ | Saif Ali Khan | #shorts | #bollywood |