করোনায় আক্রান্ত প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

  • করোনায় আক্রান্ত হলেন এবার সৌমিত্র চট্টোপাধ্যায়
  • তড়িঘড়ি ভর্তি করা হল তাঁকে হাসপাতালে
  • টলিউডে আবারও করোনার থাবা
  • কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন অভিনেতা 

Jayita Chandra | Published : Oct 6, 2020 5:44 AM IST

শরীরে করোনার থাবা। এবার টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহে মিলল করোনার নমুনা। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। দেখা দিয়েছিল উপসর্গ। এরপরই কোভিড টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্টে কোভিড পজিটিভ এসেছে। মুহূর্তে মধ্যে তাঁকে ভর্তি করা হয়. এক বেসরকারী হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসারত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। 

একের পর এক তারকা আক্রান্ত হচ্ছে করোনাতে। টলিউডের একাধিক তারকা ইতিমধ্যেই হয়েছেন করোনা পজিটিভ। কোয়েল মল্লিক থেকে শুরু করে রাজ চক্রবর্তী। এবার সেই তালিকাতে যুক্ত হলেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শ্বাসকষ্ট জণিত সমস্যা রয়েছে। বেস কয়েকমাস আগেও তিনি হাসপাতালে এই কারণেই ভর্তি করা হয়েছিল। তবে করোনার কোপে পড়ে শ্যুটিং বন্ধই রেখেছিলেন তিনি। 

 

তা সত্ত্বেও শরীরে দেখা যায় উপসর্গ। তার জেরেই ডাক্তার পরামর্শ দিয়েছিলেন করোনা টেস্টের জন্য। সেই টেস্ট করা মাত্রই রিপোর্ট মেলে পজিটিভ। এরপরই পরিবারের পক্ষ থেকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাঁর স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে এখনই মুখ খোলেননি ডাক্তারেরা। তাঁকে পর্যবেক্ষমেই রাখা হয়েছে। 

Share this article
click me!