সর্বনাশ, আর একটু হলেই বেরিয়ে আসত 'স্তনযুগল', সামলে নিয়েই হটকে পোজ মধুমিতার

Published : Sep 21, 2020, 05:00 PM IST
সর্বনাশ, আর একটু হলেই বেরিয়ে আসত 'স্তনযুগল', সামলে নিয়েই হটকে পোজ মধুমিতার

সংক্ষিপ্ত

মধুমিতা সরকার মানেই বাড়তি উত্তাপ ফোটোশুটের জন্যই এরকম হট পোজ দিয়েছেন অভিনেত্রী  আকাশী রঙের বিকিনি ক্রপ টপেই উষ্ণতার পারদ চড়িয়েছেন পাখি ছবি ভাইরাল হতেই নেটপাড়ায় ভিড় যেন উপচে পড়ছে

মধুমিতা সরকার মানেই বাড়তি উত্তাপ। একের পর এক ছবিতে লাস্যময়ীকে দেখলে যে কেউই ভিরমি খাবে। পুজোর আগেই যেভাবে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন তাতে এবার বলি অভিনেত্রীদেরও হার মানাবেন অভিনেত্রী। ছিমছাম সেক্সি চেহারাই প্রতিনিয়তই ফোটোশুটে নজর কাড়ছেন ছোটপর্দার সেই পাখি কিংবা ইমন।  প্রতিদিনই নিজেকে হট অবতারে মেলে ধরছেন অভিনেত্রী। 

আরও পড়ুন-NCB বিল্ডিংয়ে আগুন, রিয়ার গ্রেফতারি থেকে প্রামাণ্য নথি পড়ে রয়েছে দফতরে, বাড়ছে চাঞ্চল্য...

আরও পড়ুন-সত্যিই কি মাদককান্ডে ফাঁসবে সারা-শ্রদ্ধা, শীঘ্রই সমন পাঠাবে NCB...


ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ। দর্শক ধরে রাখতেও বেশ সিদ্ধহস্ত মধুমিতা। বাঙালি হটনেস বম্ব প্রতিদিনই নিজের  কোনও না কোনও ছবি ইনস্টা-তে পোস্ট করে থাকেন। সম্প্রতি নিজের ইনস্টা-তে বেশ কয়েকটি বোল্ড ছবি পোস্ট করেছেন মধুমিতা। মুহূর্তের মধ্যে নেটিজেনদের চোখ কপালে উঠছে। একঝলকে দেখ নিন,

 

 

ছবিটি দেখে একঝলকে অনেকেরই মনে হবে এই যেন পোশাক গা থেকে খুলে যাচ্ছে। আর একটুর জন্যই হয়তো নিজের শরীরকে লুকিয়ে নিলেন মধু। আসলে বিষয়টা তা নয়, ফোটোশুটের জন্যই এরকম হট পোজ দিয়েছেন অভিনেত্রী। আকাশী রঙের বিকিনি ক্রপ টপেই উষ্ণতার পারদ চড়িয়েছেন অভিনেত্রী। যা দেখে কমেন্ট ভরে গিয়েছে তার সোশ্যাল মিডিয়ার পাতা।

 

 

কখনও খোলা পিঠে তো কখনও ওপেন ক্লিভেজে আবার কখনও বা হট অ্যান্ড সেক্সি পোজে সবেতেই যেন তিনি লাস্যময়ী। ছবি ভাইরাল হতেই নেটপাড়ায় ভিড় যেন উপচে পড়ছে। লাস্যময়ীকে দেখে নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। 'সবিনয় নিবেদন' টেলিসিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু হয়েছিল মধুমিতার। সালটা ২০১১। সম্প্রতি টেলিজগতের গন্ডি পেরিয়ে বড়পর্দার জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। পাশাপাশি চেনা ছক ভেঙে নিজেকে হট অবতারে মেলে ধরছেন অভিনেত্রী। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার