খালি গায়ে শরীর মিলেমিশে একাকার, মলদ্বীপের সৈকতে আদরে মত্ত রাজ-শুভশ্রী, অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ্যে

Published : Sep 30, 2021, 05:01 PM IST
খালি গায়ে শরীর মিলেমিশে একাকার, মলদ্বীপের সৈকতে আদরে মত্ত রাজ-শুভশ্রী, অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ্যে

সংক্ষিপ্ত

এবার প্রকাশ্যে এল টলিপাড়ার তারকা দম্পত্তির ছুটি কাটানোর চরম ঘনিষ্ঠ মুহূর্ত। স্বামী রাজের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিয়েছেন শুভশ্রী। খালি গায়ে রাজ, স্বামীর বুকের উপর শুয়ে মনোকিনিতে ধরা দিয়েছেন নায়িকা। এককথায় মলদ্বীপের সমুদ্র সৈকতে শরীর মিলেমিশে গেছে দুজনের। উষ্ণ রোম্যান্টিক মুহূর্তের ছবি হু হু করে ছড়িয়ে পড়েছে।

দুজনেই কাজে ব্যস্ত। একাধিক দায়িত্বের মধ্যেও নিজেদের জন্য সময় বার করে কোয়ালিটি টাইম কাটাতে মলদ্বীপে উড়ে গেছেন  (Raj Chakraborty) রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। বর্তমানে পুরোপুরি ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী, সঙ্গে তাদের একমাত্র পুত্র ইউভান। জন্মদিনের আগেই পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিল ইউভান। এবার বাবা-মায়ের সঙ্গে সোজা মলদ্বীপের উদ্দেশ্যে পাড়ি দিলেন ইউভান। 

আরও পড়ুন-ব্রা-লেটে উঁকি মারছে বক্ষের ভাঁজ, বার্বিগার্ল মনামীর রূপের ছটায় প্রেমে পড়তে বাধ্য হবেন আপনিও

আরও পড়ুন-একরত্তিতে ছেড়ে নৈশপার্টিতে মজলেন করিনা, মলদ্বীপ থেকে ফিরেই 'গার্ল গ্যাং'-কে নিয়ে মত্ত সেক্সি মাম্মা

এবার মলদ্বীপে গিয়েই ভেজা শরীরে কালো রঙের স্নান পোশাকে ছবি পোস্ট করেছেন শুভশ্রী, যা এখন নেটদুনিয়ার হটকেক। ঝড়ের গতিতে ভাইরাল নায়িকা হট লুকের ছবি। ছবিতে শুধু স্পষ্ট তার মুখ। সূর্যের আলো এসে পড়েছে চোখে মুখে।  ভেজা চুলে শরীর চুঁইয়ে পড়ছে উষ্ণতা। আনমনা হয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছেন শুভশ্রী। তবে কী পোশাক তিনি পরেছেন তা স্পষ্ট দেখা যায়নি।

 

 

এবার প্রকাশ্যে এল টলিপাড়ার তারকা দম্পত্তির ছুটি কাটানোর চরম ঘনিষ্ঠ মুহূর্ত। স্বামী রাজের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিয়েছেন শুভশ্রী। খালি গায়ে রাজ, স্বামীর বুকের উপর শুয়ে মনোকিনিতে ধরা দিয়েছেন নায়িকা। এককথায় মলদ্বীপের সমুদ্র সৈকতে শরীর মিলেমিশে গেছে দুজনের। উষ্ণ রোম্যান্টিক মুহূর্তের ছবি হু হু করে ছড়িয়ে পড়েছে। নো মেক আপ লুকেই নজর কেড়েছেন বাঙালি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির ক্যাপশনে লেখা,' হট অ্যান্ড সল্টি'। রাজ শুভশ্রীর আদুরে ছবি নেটদুনিয়ায় পারদ চড়াচ্ছে।

 

 

 রাজও মলদ্বীপের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। নীল জলের মাঝখানে বিলাসবহুল রিসর্টের একাধিক ছবি দিয়েছেন রাজ। চারিদিকে শুধু অনন্ত জলরাশি, কখনও নীল জল আবার কখনও প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছেন রাজ। সমুদ্র লাগোয়া রিসর্টেই যে তারা রয়েছেন তা রাজের ছবিতেই ধরা পড়েছে। রাজ শুভশ্রী রোম্যান্স ধরা পড়লেও এখনও পর্যন্ত রাজ পুত্র ইউভানের কোনও ঝলক প্রকাশ্যে আসেনি। 

 

 

বলি থেকে টলি তারকাদের পছন্দের ডেস্টিনেশন হল মলদ্বীপ। কাজের ফাঁকে সুযোগ মিলতে সকলে এই জায়গাটিকেই বেছে নেন। এবং বেশ কয়েকদিনের ছুটি কাটাতে জায়গাটা এক কথায় অসাধারণ।  টলিপাড়ার একাধিক জুটি যেমন- অঙ্কুশ-ঐন্দ্রিলা, দেব-রুক্মিণী, শ্রাবন্তী সদ্য়ই মলদ্বীপে ভ্যাকেশনে গিয়েছিলেন। এবার ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী, সঙ্গে তাদের একমাত্র পুত্র ইউভান।

 

 

মলদ্বীপ সফরের শুরু থেকেই এয়ারপোর্টে ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন রাজ। যেখানে বাবা-মায়ের সঙ্গে এয়ারপোর্টে দেখা গিয়েছিল ইউভানকে।মলদ্বীপের উড়ান ধরতেই বাবা-মায়ের সঙ্গে এয়ারপোর্টে পৌঁছেই শুরু হয়েছিল ইউভানের দুষ্টুমি। সারা এয়ারপোর্টে রীতিমতো ছুটে বেড়াচ্ছে ইউভান। আর ছেলেকে সামলাতে গিয়ে তার পিছনে ছুটছেন মাম্মা শুভশ্রীও। যা মুহূর্তে ভাইরাল হয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার