একের পর এক ছবি, ভিডিও শেয়ার করে সকলের মন জিতে নিয়েছেন তৃণা সাহা। সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যা দেখলেই তা টের পাওয়া যাচ্ছে। বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের নজরে রয়েছেন সকলের প্রিয় গুনগুন। আবারও নিজের ইনস্টা-তে ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী তৃণা।
আরও পড়ুন-শুরু হল বিয়ের তোড়জোড়, কনের সাজে প্রকাশ্যে এলেন নীলের প্রেমিকা তৃণা...
আজ তৃতীয়া। পুজো শুরু হয়ে গেছে। করোনা আবহে পুজোর রং ফিকে হলেও চলছে প্রস্তুতি। সকলের প্ল্যানও রেডি। শুভ তৃতীয়ার শুভেচ্ছা জানিয়েই ভক্তদের চমক দিয়েছেন অভিনেত্রী। যা না দেখলে মিস করবেন অনেকেই,
পরণে লাল সাদা জামদানি। তার সঙ্গে মানানসই সাদা রঙের অফ শোল্ডার ব্লাউজ, কোমরবন্ধনী, গলায় কড়ির মালা, হাতেও কড়ির চুড়ি, কপালে বড় লাল টিপ। সবমিলিয়ে এক কথায় অনন্যা। তৃতীয়া থেকেই শুরু হয়ে গেছে তৃণার পুজো। লাস্যময়ীর এই রূপ দেখতেই লাইকের সংখ্যা বাড়ছে হু হু করে। গর্জিয়াস থেকে মা দুগ্গা কমেন্টে ভরেছে সোশ্যাল মিডিয়ার পাতা। তৃণা সাহার টেলিপাড়ার অতি পরিচিত মুখ কৃষ্ণকলির নিখিলের সঙ্গে লাভস্টোরি জমে উঠছে তৃণা সাহার। লাল ও সাদা কম্বিনেশনে তৃণাকে দেখে চোখ ফেরানো দায়।