খুঁদেদের সঙ্গে অন্য মেজাজে সৌরভ, একরাশ মজা নিয়ে আসছে দাদাগিরি-র নববর্ষ স্পেশ্যাল এপিসোড

চলছে 'দাদাগিরি'-র সিজন। নববর্ষ উপলক্ষ্যে দাদাগিরি-র মঞ্চে আসল খুদেরা। এই বছরের থিম 'হাত বাড়ালেই বন্ধু হয়'। তবে, এবার প্রথম নয়, এর আগেও দাদাগিরি-র মঞ্চে দেখা গিয়েছিল খুঁদের। এ বছরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সবচেয়ে বন্ধুত্ব জমেছে ছোটদেরই। হয়তো সে কারণেই পয়লা বৈশাখ উপলক্ষ্যে মঞ্চে হাজির হলেন খুঁদেরা। এই সব খুদেদের কাছে সৌরভ গাঙ্গুলি তাই শুধুই দাদাগিরির 'দাদা'।

আর কদিন পরই বর্ষবরণ উৎসব। উৎসবে গা ভাসাতে প্রস্তুত সকলে। প্রস্তুতি যেমন চলছে দোকানে দোকানে, তেমনই প্রস্তুতি চলছে চ্যানেলগুলোতে। এখন নববর্ষের আমেজ ‘দাদাগিরি’-তেও। দর্শকদের নতুন কিছু উপহার দিকে নতুন কিছু পরিকল্পনা করেছেন পরিচালক। আর সে কারণেই মঞ্চে হাজির হলেন খুঁদেরা।

চলছে 'দাদাগিরি'-র সিজন। নববর্ষ উপলক্ষ্যে দাদাগিরি-র মঞ্চে আসল খুদেরা। এই বছরের থিম 'হাত বাড়ালেই বন্ধু হয়'। তবে, এবার প্রথম নয়, এর আগেও দাদাগিরি-র মঞ্চে দেখা গিয়েছিল খুঁদের। এ বছরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সবচেয়ে বন্ধুত্ব জমেছে ছোটদেরই। হয়তো সে কারণেই পয়লা বৈশাখ উপলক্ষ্যে মঞ্চে হাজির হলেন খুঁদেরা। এই সব খুদেদের কাছে সৌরভ গাঙ্গুলি তাই শুধুই দাদাগিরির 'দাদা'। একজন খুদে তো প্রশ্নই করে ফেলেছিল, কে সৌরভ গাঙ্গুলি? তবে, এই কথা বেশ উপভোগ করেছেন সৌরভ। এবছর অনেক বেশি খুদেদের নিয়ে এপিসোড হয়েছে 'দাদাগিরি'তে। ছোটদের সঙ্গে পুরো এপিসোড দারুণ উপভোগ করেছেন দাদা। খুদেরাও ভীষণ খুশি। মজার মজার গল্প থেকে খুঁদেদের কীর্তি কলাপে জমে উঠেছিল মঞ্চ। বাচ্চাদের সঙ্গে দারুন ভাব জমে যায় 'দাদা'র। কান ধরে উঠবস করা থেকে ভেলমুড়ি মাখা--হাসিমুখে খুদেদের সব আবদার সামলান দাদা। এবারের বর্ষবরণ স্পেশ্যাল এপিসোডেও খুদেদের নিয়ে থাকছে দাদার দারুন দারুন চমক আর প্রাণখোলা হাসি। দেখতে ভুলবেন না।

Latest Videos


করোনার জন্য প্রায় ২ বছর ঘরবন্দি হয়ে পড়েছিল খুদেরা। তাদের শৈশব আটকে ছিল ঘরের চার দেওয়ালে। একটা দমবন্ধ অবস্থায় কেটেছে তাদের শৈশব। এবার সেই পরিস্থিতি বদল হতে চলেছে। খুলছে স্কুল, আবার আগের জীবনে ফিরছে তারা। এরকম অবস্থায় দাদাগিরি-র মঞ্চ যেন খুদেদের কাছে খোলা মাঠ। প্রাণখুলে আনন্দে খেলতে পেরেছেন তারা। খেলার সঙ্গী স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। 



সেই ২০০৮ সাল থেকে দাদাগিরি করে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রিয়েলিটি শো-তে হাজির হয়েছেন বহু মানুষ। এবার সেই মঞ্চেই এক রাশ আনন্দ নিয়ে হাজির হচ্ছে বাচ্চারা। নববর্ষের আমেজ, বাচ্চাদের খুনশুঁটি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থাপনা সব নিয়ে জমজমাট মঞ্চ। জানা গিয়েছে, নববর্ষের দিনই টেলিকাস্ট হবে এই এপিসোড। এই এপিসোডে খুঁদেদের সঙ্গে একেবারে অন্য মেজাজে ধরা দেবেন সৌরভ। সব মিলিয়ে দর্শকদের এক রাশ আনন্দ দিতে আসছে দাদগিরি সিজিন ৯ এর পয়সা বৈশাখ স্পেশ্যাল এপিসোড। 
 

Share this article
click me!

Latest Videos

ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News