আর কি নিজের জায়গায় ফিরতে পারবে মিঠাই? বিরাট চমক দিয়ে সেরার সেরা 'ধুলোকণা '

চলতি সপ্তাহেও ভাগ্য ফিরল না মিঠাই-এর। বৃহস্পতিবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়। কে এগিয়ে যাবে আর কে যাবে পিছিয়ে তা জানতেই মুখিয়ে থাকে দর্শকরা। তবে যত দিন যাচ্ছে ততই যেন মিঠাইয়ের নম্বর ক্রমশ কমছে। কোনও টুইস্টই যেন কাজে আসছে না। বরং সকলকে চমকে দিয়ে সেরার সেরা-র জায়গা দখল করে নিয়েছে ধারাবাহিক ধুলোকণা।

Riya Das | Published : Jul 14, 2022 12:18 PM IST

কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক। ফের সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'ধুলোকণা'। চলতি সপ্তাহেও ভাগ্য ফিরল না মিঠাই-এর। বৃহস্পতিবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়। কে এগিয়ে যাবে আর কে যাবে পিছিয়ে তা জানতেই মুখিয়ে থাকে দর্শকরা। তবে যত দিন যাচ্ছে ততই যেন মিঠাইয়ের নম্বর ক্রমশ কমছে। কোনও টুইস্টই যেন কাজে আসছে না। বরং সকলকে চমকে দিয়ে সেরার সেরা-র জায়গা দখল করে নিয়েছে ধারাবাহিক ধুলোকণা।

স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। টিআরপি তালিকায় বাজিমাত করেছিল সকলের প্রিয় মিঠাই রানি। তবে সেই রাজত্ব ধরে রাখতে পারেননি মিঠাই রানি।  নিজের জায়গা হাতছাড়া হয়ে গেছে ।  চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান পেল না মিঠাই। যার ফলে মন খারাপ হয়েছে মিঠাই ভক্তদের।  তবে প্রথম পাঁচ-এ নিজের জায়গা ধরে রেখেছে মেগা সিরিয়াল মিঠাই। হাড্ডাহাড্ডি টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন।   একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

Latest Videos

ধুলোকণা: ৮.৪ (প্রথম)  

লক্ষ্মী কাকিমা সুপারস্টার: ৭.৭ (দ্বিতীয়)

গৌরি এলো: ৭.৩ (তৃতীয়)

 মিঠাই: ৭.২  (চতুর্থ)

গাঁটছড়া: ৭.২  (চতুর্থ)

আলতা ফড়িং: ৭.২  (চতুর্থ) 

অনুরাগের ছোঁয়া: ৬.৫ (পঞ্চম)

মন ফাগুন: ৬.১ (ষষ্ঠ)

উমা: ৬.০ (সপ্তম)

বোধিসত্ত্বর বোধবুদ্ধি: ৬.০(সপ্তম)

এই পথ যদি না শেষ হয়: ৫.৯  (অষ্টম)

আয় তবে সহচরী: ৫.৩ (নবম)

লালকুঠি: ৫.৩ (নবম)

খেলনা বাড়ি: ৫.৩ (নবম)

উড়ন তুবড়ি : ৪.৫ (দশম)

চলতি সপ্তাহেও (৮.৪) পয়েন্টে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'ধুলোকণা'। (৭.৭) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে  'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'।   (৭.৩) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'গৌরি এলো'। (৭.২) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে স্থানে রয়েছে 'মিঠাই'। (৭.২) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে স্থানে রয়েছে 'গাটছড়া'। (৭.২) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে স্থানে রয়েছে 'আলতা ফড়িং' । (৬.৫) পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'। (৬.১) পয়েন্টে  ষষ্ঠ স্থানে রয়েছে ধারাবাহিক 'মন ফাগুন'।  (৬.০) পয়েন্টে  সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক  'উমা' । (৬.০) পয়েন্টে  সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি '। (৫.৯)পয়েন্টে  অষ্টম  স্থানে রয়েছে ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়' ।  (৫.৩) পয়েন্টে নবম  স্থানে রয়েছে ধারাবাহিক 'লালকুঠি' ও ' খেলনা বাড়ি '।  (৪.৫) পয়েন্টে দশম  স্থানে রয়েছে ' উড়ন তুবড়ি'।
 

Share this article
click me!

Latest Videos

আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024
১১ বছরে পদার্পণ South 24 Parganas-র রায়বাঘিনী শ্যামা পুজো! উপচে পড়া ভিড় মাকে দেখার জন্য | Kali Puja