করোনা টেস্টের পরীক্ষার রিপোর্ট কী, কেমন আছেন সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র

  • গুরুতর অসুস্থ  গায়িকা নির্মলা মিশ্র
  • রবিবার করানো হল কোভিড টেস্ট 
  • ফুসফুসে ছড়িয়েছে সংক্রমণ
  • কেমন আছেন এখন গায়িকা 

Jayita Chandra | Published : Dec 29, 2020 2:37 AM IST

গুরুতর অসুস্থ অবস্থায় নির্মলা মিশ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসের সমস্যার কারণেই শারীরিক সমস্যা বাড়ছিল। সেই কারণেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে ফুসফুসে ছড়িয়েছে সংক্রমণ। তবে বর্তমানে অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন- মিসেস চট্টোপাধ্যায়ের এ কী মেজাজ, শিক্ষিকার মত কঠোর রূপ ধারণ করলেন দেবলীনা

রবিরারই করানো হয়েছিল করোনা টেস্ট। সোমবার সামনে আসে সেই টেস্টের রিপোর্ট। স্বস্তির খবর শোনালেন ডাক্তার। গায়িকার করোনা টেস্টের রিপোর্ট এসেছে নেগেটিভ। যদিও স্বাস্থ্যের আরও  বিভিন্ন পরীক্ষা চলছে। সংক্রমণ যাতে আর না ছড়ায় সেই দিকেও লক্ষ্য রাখছেন ডাক্তারের বিশেষ টিম। বর্তমানে সংক্রমণ রয়েছে মূত্রনালীতে। শরীরে রক্তচাপ খানিক বেশি রয়েছে। 

এছাড়াও নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছে বার্ধক্যজণিত কারনে। চলতি বছর এই নিয়ে দুবার হাসপাতালে ভর্তি করা হল গায়িকাকে। যার জেরেই উদ্বেগে ভক্তমহল। যদিও এখন অনেকটাই স্বাভাবিক রয়েছেন গায়িকা। চলছে চিকিৎসা। এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এবার ফুসফুসে সংক্রমণ নিয়ে অসুস্থ হয়ে পড়তেই তৎপর পরিবার। 

Share this article
click me!