বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন ঐন্দ্রিলা, যশ, মিমি

  • বিক্রমের ৩২ তম জন্মদিন
  • টলিউডের তারকাদের শুভেচ্ছা

টলিউড তারকা বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তায় ভরল সোশ্যাল মিডিয়া। ছোট পর্দা থেকে বড় পর্দা, তারকাদের শুভেচ্ছায় বিক্রম আপ্লুত। বিক্রমের খুব কাছের বন্ধু ও বর্তমানে চলতি সিরিয়াল ফাগুন বউয়ের নায়িকা ঐন্দ্রিলার বিক্রমের সঙ্গে জন্মদিন পালনের ছবিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

একইভাবে ফাগুনবউ সেটেও তার জন্মদিনে মেতে ওঠে সবাই। ছোট পর্দায় তারকারা তো আছেনই, পাশাপাশি মিমি চক্রবর্তী, যশও তার জন্মদিনে অভিনন্দন জানান। মাঝের পরিস্থিতি সামান্য টালমাটাল গেলেও বর্তমানে বিক্রম পুনরায় নিজের জায়গা করে নিয়েছেন দর্শকের মনে।  

Latest Videos

বিক্রমের এই ৩২ বছরে পর্দার সামনে কেটেছে দশটা বছর। ছোট পর্দায় একের পর এক সেরা সিরিয়ালের মুখ্য ভূমিকায় পাওয়া গেছে তাকে। সাত পাকে বাঁধা দিয়ে পর্দার সামনে হয়েছিল তার হাতেখড়ি। এরপর থেকেই একে একে সখী, ইচ্ছে নদী, ফাগুনবউ প্রভৃতি সিরিয়ালে তাকে পাওয়া যায়। কেবলই যে বাংলা সিরিয়ালেই সীমাবদ্ধ ছিল তার অভিনয় এমনটা নয়, হিন্দি সিরিয়াল ডোলি আরমানো কি-তে দেখা গিয়েছে তাকে।

অপরদিকে বড় পর্দায়ও একে একে ছবির প্রস্তাব আসতে থাকা। ২০১২ সাল থেকেই বড় পর্দায় পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করে বিক্রম। মোট ১৪টি ছবিতে এখনো পর্যন্ত দর্শক পেয়েছে তাকে। যআর মধ্যে উল্লেখযোগ্য হল এলার চার অধ্যায়, গোগোলের কীর্তি, খোঁজ, মেঘনাদ বধ রহস্য প্রভৃতি।

Share this article
click me!

Latest Videos

Nandigram News: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন Suvendu Adhikari
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
‘Hindu-দের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ Bhabanipur-এ Mamata banerjee-কে তোপ দাগলেন Suvendu Adhikari
Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী