মহানায়ক সম্মান পেলেন ৫ তারকা! কারা পেলেন সেরা অভিনেতা-অভিনেত্রীর শিরোপা

  • আজ মহানায়ক উত্তমকুমারের ৪০ তম প্রয়াণ দিবস
  • সেই উপলক্ষেই আজ পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে এক হলেন টলিউডের তারকারা
  • এদিন পাঁচজন তারকাদের হাতে তুলে দেওয়া হল মহানায়ক সম্মান শিরোপা
  • এবছরের চলচ্চিত্র জগতে সেরা ছবি, সেরা পরিচালকের হাতেও তুলে দেওয়া হল অ্যাওয়ার্ড
  • নজরুল মঞ্চে সেই  উপলক্ষেই বসেছিল চাঁদের হা
swaralipi dasgupta | Published : Jul 24, 2019 3:14 PM IST

আজ মহানায়ক উত্তমকুমারের ৪০ তম প্রয়াণ দিবস। সেই উপলক্ষেই আজ পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে এক হলেন টলিউডের তারকারা। এদিন পাঁচজন তারকাদের হাতে তুলে দেওয়া হল মহানায়ক সম্মান শিরোপা। এছাড়াও এবছরের চলচ্চিত্র জগতে সেরা ছবি, সেরা পরিচালকের হাতেও তুলে দেওয়া হল অ্যাওয়ার্ড। নজরুল মঞ্চে সেই  উপলক্ষেই বসেছিল চাঁদের হাট।

এইদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন, দেবশ্রী রায়, ইন্দ্রনীল সেন, সৃজিৎ মুখোপাধ্য়ায়স রাজ চক্রবর্তী, সুবোধ সরকার-সহ আরও অনেকে।

Latest Videos

একবার দেখে নেওয়া যাক কে কে পেলেন চলচ্চিত্র সম্মান- 

সেরা শিশু অভিনেতা- মাস্টার যশোজিৎ বন্দ্যোপাধ্য়ায় (অ্যাডভেঞ্জার অফ জোজো) 

সেরা রূপচর্চা- রামচন্দ্র রজ (নগরকীর্তন) 

সেরা পোশাক পরিকল্পনা- গোবিন্দ মণ্ডল (নগরকীর্তন)

সেরা চিত্রগ্রাহক- শুভঙ্কর ধর, (ব্যোমকেশ গোত্র) 

সেরা চিত্রনাট্যকার- সৃজিৎ মুখোপাধ্যায় (এক যে ছিল রাজা) 

সঙ্গীত পরিচালক- প্রসেন (শাজাহান রিজেন্সি) 

সেরা উদীয়মান পরিচালক- ধ্রুব বন্দ্যোপাধ্যা (দুর্গেশগড়ের গুপ্তধন) 

 

 

সেরা পরিচালক- কৌশিক গঙ্গোপাধ্য়ায় (নগরকীর্তন) 

সেরা প্রযোজক- শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড 

সেরা অভিনেত্রী- তনুজা (সোনার পাহাড়) 

সেরা অভিনেতা- ঋত্বিক চক্রবর্তী (নগরকীর্তন) 

সেরা চলচ্চিত্র- এক যে ছিল রাজা 

মহানায়ক সম্মান প্রদান- শতাব্দী রায়, দেবশ্রী রায়,ইন্দ্রাণী হালদার, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়।  

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী জানান, সঙ্গীতশিল্পী-সহ শিল্প জগতের অন্যান্য বিশিষ্টজনদের স্বাস্থ্য বিমাদের ব্যবস্থা করবেন। বিশেষ করে বর্ষীয়ান শিল্পীদের কথাই এদিন উঠে আসে মমতার মুখে। 
 

Share this article
click me!

Latest Videos

'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |
Live : শেষ বিদায় ড. মনমোহন সিং | Last Rites of Former PM Dr. Manmohan Singh