বাসি রসগোল্লার তকমা, পর্দায় ফিরতেই কটাক্ষের শিকার দেবশ্রী, পাল্টা জবাবে কী বললেন অভিনেত্রী

Published : Jun 24, 2021, 09:55 AM IST
বাসি রসগোল্লার তকমা, পর্দায় ফিরতেই কটাক্ষের শিকার দেবশ্রী, পাল্টা জবাবে কী বললেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

বেশ খানিকটা বিরতির পর পর্দা. ফিরছেন দেবশ্রী রাজনীতির ময়দান থেকে আবারও সেটে  তবে প্রথম লুক সামনে আসতেই কটাক্ষ সপাট জবাব দিতে ভুললেন না অভিনেত্রী 

একসময় তিনি ছিলেন টলিউডের ডাক সাইটের অভিনেত্রী। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে টলিপাড়া মাতিয়ে রেখেছিলেন। তবে বর্তমানে সেই সমীকরণ  অতীত। দেবশ্রীর সেই রূপগুণেই আটকে নেটমহল। বর্তমানে চোখে মুখে পড়েছে বয়সের ছাপ, কিন্তু অভিনয়ের ধার, দাপট যে বিন্দু মাত্র ফিকে হয়নি, তা আবারও বোঝাতে পর্দায় ফিরছেন দেবশ্রী। 

আরও পড়ুন- গায়ে শুধুই ফিনফিনে পাতলা শার্ট, ঠোঁটে সিগারেট, সাহসী হট পোজে নেটদুনিয়া কাঁপাচ্ছেন শ্রীলেখা 

আরও পড়ুন- গর্ভের সন্তানকে নিয়ে জলে ডুব দিলেন নুসরত, ভেজা শরীরে কোন ঝুঁকির গল্প শোনালেন সাংসদ অভিনেত্রী 

বেশ কয়েকদিন আগে থেকেই ছড়িয়ে পড়ে এই খবর। দেবশ্রী জানান, তিনি রাজনীতির ময়দান থেকে ফিরছেন নিজের জগতে। এতদিন সিনে জগত থেকে দূরে থাকাটাই ছিল তাঁর মস্ত ভুল। সম্প্রতি টেলিভিশনের পর্দায় ফিরছেন তিনি, এমনটাই খবর আসে সামনে। এরপরই প্রকাশ্যে প্রথম লুক। না, নেট মহল দেবশ্রী রায়ের এই লুককে প্রথম দেখাতে মেনে নিতে নারাজ। রীতিমত শুরু হয় ট্রোল পর্ব। 

কোথাও রসগোল্লা, কোথাও আবার বুড়িয়ে যাওয়ার তকমা। দেবশ্রী রায়কে তবে ভাঙা এতটা সহজ নয়। এক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলে তিনি জানান,- আমি সব চাল বুঝতে পেরেছি। ট্রোল করে আমায় দমিয়ে রাখা যাবে না। উল্টে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, সকলকে আরও ভালো অভিনয় করে দেখিয়ে দেব। সাফ জানিয়ে দিলেন  কিংবদন্তি অভিনেত্রী দেবশ্রী রায়। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার