দেবশ্রী রায়, টলিউডে জার্ণি যাঁর এক ইতিহাস। একটা সময়ের পর তাঁকে পর্দায় সেভাবে দর্শকেরা না পরেলেও তাঁর মজ্জায় মজ্জায় যে অভিনয় গুণ তা বারে বারে মনে করিয়ে দিতেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু সংবাদ শোনার পরই রবীন্দ্রসদনে ছুঁটে আসেন তিনি। মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন। চোখের জল বাধ মানে না।
এদিন রবীন্দ্রসদনে দাঁড়িয়ে দেবশ্রী রায় বললেন- বারে বারে দেখেছি সৌমিত্র চট্টোপাধ্যায়কে ফাইট করতে। কিন্তু কখনও ভাবতে পারিনি তিনি এভাবে চলে যাবেন। আমার মনে হচ্ছে আমার আর কেউ রইল না। কত ছোট থেকে ওনাকে কাছে পাওয়া। আমার জীবনের প্রতিটা ধাপে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। জানি তাঁর শরীর খারাপ। কিন্তু বিশ্বাস ছিল ফিরে আসবে।
কথার মাঝেই চোখ থেকে জল ঝড়তে থাকে দেবশ্রী রায়ের। তাঁর টলিউড সফরের অনেকটা পথ জুড়ে থাকা মানুষটা আজ আর নেই। একইভাবে এদিন গোটা টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা আজ ভাসছেন চোখের জলে। রবিবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদই হবে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য। দেওয়া হবে গান স্যালুট।