অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। আজ, বুধবার তুরষ্কের বোদরুমে নিখিল জৈনের সঙ্গে বিয়ে করতে চলেছেন নুসরত জাহান। বিয়ের জন্যই গতকাল মঙ্গলবার সংসদে শপথে উপস্থিত থাকতে পারেননি নুসরত। কারণ বলিউডি কায়দায় নুলরতও ডেস্টিনেশন ওয়েডিংই বেছে নিয়েছেন। মিমিও বন্ধুর বিয়েকেই আগে বেছে নিয়েছেন। তাই শপথ ছেড়ে সোজা পৌঁছে গিয়েছেন বোদরুম শহরে।
জেনে নেওয়া যাক নুসরতের বিয়ের খুঁটিনাটি-
১) বিয়ের আগে সঙ্গীত ও মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন ছিল। নিজের পছন্দের গান ও নিজের ছবির গানে এদিন নেচেছিলেন নুসরত।
২) বিয়ের মরশুমে নিজের স্টাইল স্টেটমেন্ট-এর দায়িত্ব সায়ন্তের হাতে দিয়েছেন নুসরত। সায়ন্তকে সহযোগিতা করতে থাকবেন হেয়ারড্রেসার শর্মিষ্ঠা ও কস্টিউম স্টাইলিস্ট স্যান্ডি।
৩) বিয়ের জন্য বেশ কিছু পোশাক রয়েছে। কিন্তু বিয়ে উপলক্ষে ঠিক কোন পোশাক পরবেন তা সময় এলেই বোঝা যাবে। ডিজাইনার পোশাকের মধ্যে রয়েছে সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহেঙ্গা ও একতা সেহেগাল লুল্লার পোশাক।
৪) বিয়ের কার্ডেও ছিল থিমের ছোঁয়া। সেলাইয়ের ফ্রেম দিয়ে তৈরি এই কার্ড। যেহেতু নিখিল এই শিল্পের সঙ্গেই যুক্ত। তাই তার ছোঁয়া রাখা হয়েছে কার্ডে।
৫) বোদরুমের সিক্স সেন্সেস কাপালাঙ্কায়া হোটেলে বিয়ে করবেন নিখিন-নুসরত। সাতটি স্যুট ও ১৫০টি গেস্ট রুমের ব্যবস্থা করা হয়েছে এদিন।
৬) বোদরুম শহরে পর্যটকদের মূল আকর্ষণ হল বোদরুম দুর্গ। জলের নীচেও রয়েছে একটি মিউজিয়াম।
৭) নুসরত ও নিখিলের বিয়েতে ব্যবহার করা হচ্ছে। এনজে লোগো।
৮) যে হোটেলে বিয়ে হচ্ছে সেখানে স্পা, জিম কর্নারেরও ব্যবস্থা রয়েছে। পর্যটকদের জন্য স্পিডবোটেরও ব্যবস্থা রয়েছে।
৯) ২৫ জুন দেশে ফিরে আইনি মতে বিয়ে সারবেন নুসরত জাহান ও নিখিল জৈন।