বড়দিনেও মিলবে দুর্গাপুজোর স্বাদ, সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই শেয়ার করলেন দেব

Published : Jul 01, 2019, 05:55 PM ISTUpdated : Jul 01, 2019, 06:44 PM IST
বড়দিনেও মিলবে দুর্গাপুজোর স্বাদ, সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই শেয়ার করলেন দেব

সংক্ষিপ্ত

নতুন ছবির শ্যুটিং-এ ব্যস্ত দেব ছবির খবর প্রকাশ্যে আসার পরই নয়া জল্পনা টলিউডে দেব-এর সঙ্গে এই প্রথম পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায় 'বড়দিন'-এই মুক্তি পাবে ছবি

পুজোর আমেজ মিলবে এবার বড়দিনেও। পুজোর লম্বা ছুটির পর কলকাতার বুকে বড়সড় উৎসবের আয়োজন মানেই বড়দিন। পুজো, দেওয়ালি, বড়দিন-এর দিকে তাকিয়েই চলচ্চিত্র জগত  ছবি তৈরির পরিকল্পনা করে ফেলে। তাই দেব এবার নেমে পড়েছেন বড়দিন-এর ছবি মুক্তির কাজে। ইদে মুক্তি পেয়েছে দেব-এর 'কিডন্যাপ'। তার পরেই পুজোর ছবিতে হাত দিয়েছিলেন অভিনেতা। সেই ছবির কাজ শেষ হতে না হতেই এবার বড়দিনের ছবি তৈরির কাজে হাত দিলেন তিনি। ছবির নাম 'সাঁঝবাতি'।

বড়দিনে মুক্তি পেতে চলা এই ছবির প্রথম লুক প্রকাশ্যে আনলেন দেব। এই ছবিটি নাকি দুর্গাপুজোর স্বাদই ফিরিয়ে আনবে বছর শেষে। ছবিটির ফার্স্ট লুক শেয়ার করে সেই খবরই সকলকে জানালেন দেব। এই মুহূর্তে পুরোদমে চলছে ছবির শ্যুটিং। সেই ফ্লোর থেকেই ছবি শেয়ার করেছেন দেব। তাঁকে দেখা যাচ্ছে বিজয়া দশমী মার্কা সাজে। পরনে সাদা পাঞ্জাবী। এই ছবিটিতে অভিনয়ে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পাওলি দাম ও দেব। পরিচালনায় লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর আবহে 'সাঁঝবাতির' কাহিনি বিস্সাতার লাভ করবে। 'পাসওয়ার্ড' ছবির কাজ চলাকালিনই দেবের হাতে এই ছবির সুযোগ এসেছিল। 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?