'বিয়ে হওয়ার আগেই বিধবা', কুরুচিকর মন্তব্যে চটলেন দেবলীনা কুমার

  • দেবলীনা কুমারের নতুন পোস্টে ফের এল ট্রোলিং
  • হাই থাই স্লিটেড কালো গাউনে সেজে উঠেছেন দেবলীনা
  • ব্ল্যাক উইডো লিখতেই ছুটে এল ট্রোলার
  • বিয়ে, বিধবা নিয়ে প্রসঙ্গ তুলতেই চটলেন অভিনেত্রী

দেবলীনা কুমারের সঙ্গে ট্রোলারের এক অদ্ভুত সম্পর্ক। আর পাঁচজন তারকাদের মত তিনি একেবারেই তাদের এড়িয়ে যান না বরং কড়া জবাব দেন। সাদা কালো গাউনে সেজে নিজের লুককে ব্ল্যাক উইডোর (মারভেলের চরিত্র) সঙ্গে তুলনা করেন। তাতেই এক নেটিজেন লেখে, 'বিয়ে হওয়ার আগেই বিধবা'। এতেই চটে যান দেবলীনা। যদিও সেই নেটিজেনের কথায় সে নাকি ঠাট্টা করছিল। তবে দেবলীনা কোনওভাবে তাকে ছেড়ে কথা বলেননি। সম্প্রতি গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারের লক্ষ্মী পুজোর ছবিতে প্রশংসায় ভরিয়ে দিয়েছিল ভক্তরা। ছবিটি লক্ষ্মী পুজোর। যেখানে লক্ষ্মীঠাকুরের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন তাঁরা। 

আরও পড়ুনঃমিস ওয়ার্ল্ডের মঞ্চে পোশাক খুলে সম্মান যেত প্রিয়ঙ্কার, এই জিনিসটি রক্ষা করেছিল অভিনেত্রীকে

Latest Videos

সেই ছবিতে সকল নেটিজেনের প্রশ্ন লক্ষ্মী ঠাকুর কেন ট্যারা। সেই প্রশ্নেই কড়া জবাব দিলেন দেবলীনা। তিনি বলেন, "প্রচলিত কথায় আছে। সঠিক যুক্তিটা জানি না। যেমন লক্ষ্মী মায়ের সত্যি অস্তিত্ব আছে কি। জানেন আপনি?" দেবলীনার এই জবাবে তাঁর প্রশংসাও করেছে অনেকে। এবারও তেমনই একটি ঘটনা ঘটে দিন কতক আগে। বুকের কাছের শাড়ি ঠিক করতে করতেই ছবি তুলেছিলেন দেবলীনা। তাঁর পিছনেই রয়েছে ভগবত গীতার ছবি। সেই দেখে ক্ষোভ উগরে দেয় নেটিজেনরা। সকলে লিখতে শুরু করল, "অন্তত ভগবত গীতার সম্মানটুকু করতে শিখুন।" 

 

 

এই দেখে দেবলীনাও দিয়েছেন জবাব। তিনি যে ট্রোলারদের কোনও কথাতেই কান দেন না এই কথা স্পষ্ট। প্রসঙ্গত, গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে অনিন্দিতা বসুর বিবাহবিচ্ছেদ নিয়ে নানা মুণির নান মত। কেন সম্পর্ক ভাঙল, বিয়ের কিছু বছর পরই কেন সমস্যার সৃষ্টি হল। যদিও এই ধরনের প্রশ্ন এখন অতীত। গৌরবের সঙ্গে দেবলীনা কুমারের প্রেমালাপ শুরু হতেই তাঁদের নিয়েও চলেছিল নানা আলোচনা। সেই নিয়েও ফের কটাক্ষের শিকার হতে হল দেবলীনাকে। শাড়ি, গয়না পরে ছবি পোস্ট করতেই এক নেটিজেন সেখানে লেখে, দেবলীনাকে, অনিন্দিতার মত দেখাচ্ছে। দেবলীনার এরও কড়া জবাব দিয়েছিলেন।

Share this article
click me!

Latest Videos

'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!