ম্যারিটাল স্টেটাস সিঙ্গেল, তাহলে মাতৃদিবসে কে শুভেচ্ছা জানালো দেবলীনাকে

Published : May 10, 2020, 05:29 PM ISTUpdated : May 10, 2020, 08:30 PM IST
ম্যারিটাল স্টেটাস সিঙ্গেল, তাহলে মাতৃদিবসে কে শুভেচ্ছা জানালো দেবলীনাকে

সংক্ষিপ্ত

দেবলীনা কুমারও পেলেন মাতৃদিবসের শুভেচ্ছা। অথচ এখনও তাঁর ম্যারিটাল স্টেটাস সিঙ্গেল। জেনে নিন কে করল দেবলীনাকে মাদার্স ডে তে উইশ।   

স্কুলে যাওয়ার আগে মা কে ডাকা, অফিস যাওয়ার আগে মা কে খোঁজা, কোথাও ঘুরতে বেরলেও মাকে একাধিকবার এটা ওটার জন্য বিরক্ত করা। এভাবে ছোট থেকে বড় বয়স অবধি প্রতি পদে প্রয়োজন হয় মা কে। আজ মাতৃদিবস। নানা পোস্টে ভরছে সোশ্যাল মিডিয়ায়। তেমনই দেবলীনা কুমারকেও একজন করে বসল মাদার্স ডে'র উইশ। তিনি দেবলীনার প্রিয় বান্ধবী। দেবলীনাকে প্রয়োজনে অপ্রয়োজনে মায়ের মতই পাশে পেয়েছেন। 

আরও পড়ুনঃ'সন্তানের জীবনের প্রতিটি দিন তোমার জন্য', টেলি-তারকাদের শুভেচ্ছা ভরে উঠল মাতৃদিবস

যার জন্য আজকের দিনে খানিক মজার ছলে মাদার্স ডে'র শুভেচ্ছা জানিয়েছেন দেবলীনাকে। দেবলীনা সেই চ্যাট শেয়ার করে লিখেছেন, "ও আমার মন থেকে জন্ম নিয়ে আমায় মা বানিয়েছে।" আজকে মাতৃদিবসে মায়ের সঙ্গে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে ঠিকই, তবে মা-বাবাদের অবদানের ব্যাখা করার জন্য কোনও আলাদা দিনের প্রয়োজন হয় না। প্রতিদিনিই মাতৃদিবস। 

আরও পড়ুনঃমায়ের ভালবাসায় আহ্লাদে আটখানা টলি-তারকারা, দেখুন বিশেষ মুহূর্তের অ্যালবাম

টলিউড এবং বাংলা টেলিভিশিন তারকারা একে একে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে পালন করছে আজকের দিনটি। মাতৃদিবসে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড উপচে পড়েছে সকলের মায়ের ছবিতে। কেউ মায়ের সঙ্গে ছবি কিংবা মায়ের একার ছবি, অথবা ছোটবেলার মায়ের কোলে থাকার ছবি শেয়ার করে চলেছে। এমনকি রয়েছে মায়ের সঙ্গে ভিডিও। আর পাঁচজন সাধারণ মনুষের মতই তারকারাও শুরু করেছেন মায়েদের সঙ্গে নানা ধরণের পোস্ট।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে