'রাসমনি' দিতিপ্রিয়া কোথায় বেড়াতে গেলেন! সঙ্গে গেলেন কে

swaralipi dasgupta |  
Published : Jun 18, 2019, 02:49 PM ISTUpdated : Jun 19, 2019, 11:26 AM IST
'রাসমনি' দিতিপ্রিয়া কোথায় বেড়াতে গেলেন! সঙ্গে গেলেন কে

সংক্ষিপ্ত

রানি রাসমনির চরিত্রে মানুষকে মুগ্ধ করেছেন দিতিপ্রিয়া রায় আর এই ব্য়স্ত শিডিউলেরে মধ্যে মন দিয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন  পড়াশোনা- অভিনয় সামলে এবার ছুটি কাটাতে গেলেন রানি রাসমনি সঙ্গে গেলেন তাঁর পরিবার ও বন্ধুরা

রানি রাসমনির চরিত্রে মানুষকে মুগ্ধ করেছেন দিতিপ্রিয়া রায়। আর এই ব্য়স্ত শিডিউলেরে মধ্যে মন দিয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। পড়াশোনা- অভিনয় সামলে এবার ছুটি কাটাতে গেলেন রানি রাসমনি। সঙ্গে গেলেন তাঁর পরিবার ও বন্ধুরা। 

দিতিপ্রিয়া নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন, দিনি এখন গ্যাংটকে বেড়াতে গিয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন সারেগামাপা খ্যাত সোহিনী মুখোপাধ্যায়ও। 

 

 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষ তীব্র তাপপ্রবাহে নাজেহাল হয়ে পড়েছেন। উত্তরবঙ্গে যদিও বর্ষা ঢুকে পড়েছে। কলকাতার এই দাবদাহ এড়াতে দিতিপ্রিয়া ঘুরে বেড়াচ্ছেন পাহাড়ে। গত রবিবার পরিবার ও বন্ধুদের  নিয়ে রওনা দিয়েছেন দিতিপ্রিয়া। সেখান থেকে বেশ কিছু ছবিতে পোস্ট করেন দিতিপ্রিয়া। 

 

 

প্রসঙ্গত, দিতিপ্রিয়ার রানি রাসমনি টেলিভিশনের অন্যতম আকর্ষণ। তবে অভিনয়ের পাশাপাশি কী ভাবে পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে হয়, তা-ও ভাল করেই জানেন পাঠভবন স্কুলের ছাত্রী। এই মুহূর্তে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন দিতিপ্রিয়ায তবে আর ছোট পর্দায় না। বড় পর্দাতেও খুব শীঘ্রই দেখা যাবে তাঁকে। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?