করোনার থেকে বাঁচতে হোলিতে পালিয়ে কী প্ল্যান করলেন এনা, মুহূর্তে ছড়িয়ে পড়ল ভিডিও

Published : Mar 29, 2021, 04:03 PM ISTUpdated : Mar 29, 2021, 04:05 PM IST
করোনার থেকে বাঁচতে হোলিতে পালিয়ে কী প্ল্যান করলেন এনা, মুহূর্তে ছড়িয়ে পড়ল ভিডিও

সংক্ষিপ্ত

হোলি সেলিব্রেশনে স্পেশাল প্ল্যান বাড়ি থেকে লুকিয়ে কোথায় গেলেন এনা  শেয়ার করলেন সেলিব্রেশন ভিডিও ঝড়ের বেগে ভাইরাল ভিডিও  করোনার সতর্কতার জন্যই এমন সিদ্ধান্ত 

হোলি সেলিব্রেশন মানেই পার্টি, আড্ডা, খাওয়া দাওয়া, পাশাপাশি সকলে মিলে হুল্লোরে মেতে ওঠা। কিন্তু কোথাও গিয়ে যেন এই সেলিব্রেশনইচলতি বছর ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। কারণ একটাই করোনা ভাইরাস। করোনা যে হারে বাড়ছে, সেই দিকে নজর দিয়ে প্রতিটা পরিবারই ছোটদের ওপর বাধা নিষেধ জারি করেছে, সকলে মিলে হোলি খেলা যাবে না। একই কথা ছিল এনার পরিবারেরও। 

 

 

তবে সুরক্ষা ও পার্টি দুই ব্যালেন্স করতে নয়া প্ল্যান করে ফেললেন এনা। বাড়ি থেকে বেশি কিছুটা দুরে কাছের মানুষদের নিয়ে পৌঁছে গেলেন সেখানে। ভাই বোনদের নিয়েই চলল সেখানে দেদার পার্টি। সকালে লুচি আলুর দম থেকে শুরু। বাড়ির ছাদ সেজে উঠল নানা রঙে। সঙ্গে এনা বানিয়ে ফেললেন ঠাণ্ডাই। সকলে মিলে প্রথমে জমিয়ে খাওয়া, তারপর হোলি সেলিব্রেশন। 

 

 

এই ভিডিও শেয়ার হওয়া মাত্রই তা ছড়িয়ে পড়ে ভক্তমহলে। রঙের উৎসবে মেতে ভাইরাল এনার ভিডিওতে মেতে এখন ভক্তমহল। তবে করোনার কথা ভেবেই এই হাউস পার্টির আয়োজন। পরিবারের সকলে বাড়িতে থাকলে মানা করতে পারে, সেই কারণে নিজেদের মত করে সেলিব্রেশনের ব্যবস্থা করে এনা। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার