বাথরোবে পারদ চড়ালেন এনা, কালঘাম ছোটার জোগাড় ভক্তদের

Published : May 26, 2020, 03:26 AM IST
বাথরোবে পারদ চড়ালেন এনা, কালঘাম ছোটার জোগাড় ভক্তদের

সংক্ষিপ্ত

বাথটাবের পাশে ওয়াইন গ্লাস হাতে এনা পরণে কেবলমাত্র একটি রোব  লকডাউনে পারদ চড়ালেন টলিউড অভিনেত্রী ছবি দেখে ভক্তদের কালঘাম ছোটার জোগাড় 

এনা সাহার পোস্ট মানেই চড়চড় করে তাপমাত্রা বাড়তে থাকা। এবারেও তার অন্যথা হল না। পুরনো ফোটোশ্যুটের ছবি পোস্ট করেছেন এনা। ক্যাপশনে যদিও বার্তা দেওয়া স্টে হোম স্টে সেফ। লকডাউনে বাড়িতে থাকার কথাই বলেছেন তিনি। তবে সেই ক্যাপশন আর দেখছে কে। বাথটাবের পাশে বাথরোব পরে বসে এনা। হাতে ওয়াইনের গ্লাস। এই ছবি দেখে ঘাম ছুটেছে সাইবারবাসীর।

ভক্তদের বিনোদনের খামতি না রাখার চেষ্টা করে চলেছেন এনা। প্রায় রোজই সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করে নেটিজেনদের বিনোদনের জোগান দিচ্ছেন অভিনেত্রী। গান করা, নাচ করা, কেউ  আবার টিকটক করছেন। এছাড়াও রান্না করে রেসিপি সমেত পোস্ট করা। পাশপাশি রয়েছে ওয়ার্ক আউটের ভিডিও করে পোস্ট। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। 

 

 

সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে দেড় লাখ। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।

PREV
click me!

Recommended Stories

বিয়ের পরে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন মধুমিতা সরকার! বিয়ের প্রস্তুতি কতটা এগিয়েছে?
আসছে দেব-শুভশ্রীর সপ্তম ছবি, ছবির কথা ঘোষণা করে রাজ-রুক্মিণীকে নিয়ে বিশেষ অনুরোধ দেশু জুটির