সন্ধে হতে না হতেই টিভি-র পর্দায় চোখ। সকলের জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী নিয়ে দর্শকরা মুখিয়ে রয়েছে। কোনদিকে মোড় ঘুরবে তা জানতেই সবাই মরিয়া। জীবন-মৃত্যুর সঙ্গে আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে শ্রীময়ী। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রীময়ী। জ্ঞান এখনও ফেরেনি। প্রাক্তন স্বামী অনিন্দ্য নাকি প্রেমিক রোহিত সেন, সুস্থ হয়ে উঠলে কাকে বেছে নেবে শ্রীময়ী তা নিয়ে উৎকন্ঠায় দর্শকরা।
আরও পড়ুন-এই অভিনেতার জন্যই আজও সিঙ্গেল তাব্বু, জানুন কেন বিয়ে করেননি অভিনেত্রী...
ধারাবাহিকের নয়া ট্যুইস্ট। হঠাৎ করে নিজেকে পাল্টে ফেলেছেন অনিন্দ্য। জুন আন্টিকে উপেক্ষা করে সে এখন সর্বদাই শ্রীময়ীর পাশে। প্রাক্তন স্ত্রীর অসুস্থ হওয়ার পরই যেন আমূল বদলে গিয়েছে অনিন্দ্য। তবে কি টেলিভিশনে আসতে চলেছে নয়া মোড়। প্রাক্তনকে যে অত সহজে ভোলা যায় না, তা স্পষ্ট হয়ে উঠছে অনিন্দ্যকে দেখে।
ধারাবাহিকের গল্প জমে উঠেছে। প্রতিটি পড়তে পড়তে ট্যুইস্ট। এর মধ্যে শ্বশুরমশাইয়ের কাছে ডিঙ্কার স্ত্রীর অভিযোগ তার ফোন ধরছেন না তার স্বামী। তবে কি শ্রীময়ীর জীবনে আবার ফিরে আসবেন অনিন্দ্য, রোহিতের কী হবে এবার। শ্রীময়ী বা কাকে বেছে নেবেন প্রাক্তন স্বামী নাকি বর্তমান প্রেমিক।