'সাগরদ্বীপে যকের ধন'-এর প্রথম চমক! ছবি পোস্ট করলেন কোয়েল

swaralipi dasgupta |  
Published : May 21, 2019, 04:16 PM IST
'সাগরদ্বীপে যকের ধন'-এর প্রথম চমক! ছবি পোস্ট করলেন কোয়েল

সংক্ষিপ্ত

মুক্তি পেল সাগরদ্বীপে যকের ধন ছবির প্রথম পোস্টার। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই পোস্টার শেয়ার করলেন কোয়েল মল্লিক।   

মুক্তি পেল সাগরদ্বীপে যকের ধন ছবির প্রথম পোস্টার। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই পোস্টার শেয়ার করলেন কোয়েল মল্লিক। 

সাগরদ্বীপে যকের ধন ছবিতে অভিনয় করেছেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী। সৃজিৎ মুখোপাধ্যায়ের ছবি হেমলক সোসাইটিতে একসঙ্গে দেখা গিয়েছিল কোয়েল ও পরমব্রতকে। তাঁদের দুজনের রসায়ন পর্দায় প্রশংসিত হয়েছে। আবার সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবিতে দেখা যাবে দুজনকে। 

এই ছবির শ্যুটিং হয়েছে কলকাতা, থাইল্যান্ড ও সিকিমে। থাইল্যান্ডের যেসব জায়গায় বিশেষ পর্যটকদের ভিড় হয় না, সেখানেই এই ছবির শ্যুটিং হয়েছে। তার মধ্যে বেশ কিছু দুর্গম এলাকাও ছিল বলে জানা গিয়েছে। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে শ্যুটিং  করতে হয়েছে কিছু অংশে। 

ছবিটি যকের ধন-এর সিকোয়েল বলে শোনা যাচ্ছে। সাগরদ্বীপে যকের ধন-এ কোয়েলকে দেখা যাবে এক ডাক্তারের ভূমিকায়। ছবিতে পরম, কোয়েল ও গৌরব ছাড়াও দেখা যাবে রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও শান্তিলাল মুখোপাধ্যায়কে। তবে ছবিটি ঠিক কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার