'সাগরদ্বীপে যকের ধন'-এর প্রথম চমক! ছবি পোস্ট করলেন কোয়েল

মুক্তি পেল সাগরদ্বীপে যকের ধন ছবির প্রথম পোস্টার। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই পোস্টার শেয়ার করলেন কোয়েল মল্লিক। 
 

swaralipi dasgupta | undefined | Published : May 21, 2019 4:16 PM

মুক্তি পেল সাগরদ্বীপে যকের ধন ছবির প্রথম পোস্টার। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই পোস্টার শেয়ার করলেন কোয়েল মল্লিক। 

সাগরদ্বীপে যকের ধন ছবিতে অভিনয় করেছেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী। সৃজিৎ মুখোপাধ্যায়ের ছবি হেমলক সোসাইটিতে একসঙ্গে দেখা গিয়েছিল কোয়েল ও পরমব্রতকে। তাঁদের দুজনের রসায়ন পর্দায় প্রশংসিত হয়েছে। আবার সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবিতে দেখা যাবে দুজনকে। 

Latest Videos

এই ছবির শ্যুটিং হয়েছে কলকাতা, থাইল্যান্ড ও সিকিমে। থাইল্যান্ডের যেসব জায়গায় বিশেষ পর্যটকদের ভিড় হয় না, সেখানেই এই ছবির শ্যুটিং হয়েছে। তার মধ্যে বেশ কিছু দুর্গম এলাকাও ছিল বলে জানা গিয়েছে। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে শ্যুটিং  করতে হয়েছে কিছু অংশে। 

ছবিটি যকের ধন-এর সিকোয়েল বলে শোনা যাচ্ছে। সাগরদ্বীপে যকের ধন-এ কোয়েলকে দেখা যাবে এক ডাক্তারের ভূমিকায়। ছবিতে পরম, কোয়েল ও গৌরব ছাড়াও দেখা যাবে রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও শান্তিলাল মুখোপাধ্যায়কে। তবে ছবিটি ঠিক কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি। 

Share this article
click me!

Latest Videos

'পাপ দূর হয়েছে, হলদিয়ার BJP কর্মীরা আজ খুশি' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
‘Mamata Banerjee কারোর নয় ভোটের জন্য Hindu-Muslim করেন’ চরম তুলোধোনা Adhir Ranjan Chowdhury-র
Shankar Ghosh : বিধানসভার বাইরে মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন শঙ্কর ঘোষ, দেখুন কী বলছেন তিনি
‘পিতৃপরিচয় সঠিক থাকলে আমাকে ছুঁয়ে দেখাক!’ Suvendu Adhikari-র সরাসরি চ্যালেঞ্জ Humayun Kabir-কে
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের