Happy New Year 2022 : পেটপুরে ভুরিভোজে জমজমাট ২০২২, যশ-নুসরতের নিউ ইয়ার স্পেশ্যাল থালি তাক লাগাবে নিমেষে

২০২১ -কে বিদায় এবং ২০২২-কে স্বাগত জানিয়ে স্বামী যশকে নিয়ে গোয়ায় উড়ে গিয়েছেন নুসরত জাহান।  নিউ ইয়ার সেলিব্রেশনে জমিয়ে চেটেপুটে খাওয়া-দাওয়া করলেন নুসরত। সম্প্রতি বছরের প্রথম দিন লাঞ্চের ছবি শেয়ার করেছেন নুসরত। যেখানে, ভাত, ডাল,ফিশ ফ্রাই, চিংড়ি মাছ, মাংস,পাপড়, দেখা যাচ্ছে। বছর প্রথম দিনটাকে চিট-ডে হিসেবে ধরে নিয়ে কব্জি ডুবিয়ে লাঞ্চ সারলেন যশ ও নুসরত। 

২০২১ -কে বিদায় এবং ২০২২-কে স্বাগত জানিয়ে স্বামী যশকে নিয়ে গোয়ায় উড়ে গিয়েছেন নুসরত জাহান। নিউ ইয়ার সেলিব্রেশন একের পর এক কাপল গোল দিয়েই চলেছেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। ভক্তদের মধ্যে উত্তেজনা জিইয়ে রাখতে এখনও পর্যন্ত একসঙ্গে ধরা দেননি টলিপাড়ার হট অ্যান্ড হ্যাপেনিং কাপল । দিনকয়েক আগেই স্বামী যশের সঙ্গে ধরা দিয়েছিলেন নুসরত জাহান। টুইনিং পুলওভারে ধরা দিয়েছিলেন টলিপাড়ার হট কাপল । সবুজ রঙের পুলওভারে নুসরত এবং নীল রঙের পুলওভারে ধরা দিয়েছেন যশ।  ম্যাচিং পোশাকে এয়ারপোর্ট লুকে ঝড় তুলেছিলেন নুসরত। দীর্ঘদিন বাদে একফ্রেমে যশ ও নুসরতকে দেখা মাত্রই দর্শকদের মধ্যে কৌতুহল বাড়ছিল। কোথায় উড়ে যাচ্ছেন এই জুটি, তা নিয়েই বাড়ছিল উত্তেজনা। অবশেষে উত্তেজান জিইয়ে রেখে বর্ষশেষের দিন নিজের ইনস্টা স্টোরিতে বেশ কিছু ছবি পোস্ট করে নুসরত।

নুসরত নিজের ইনস্টাগ্রামে যে সমুদ্রের ভিডিও পোস্ট করেছে তা বলে দিচ্ছে এই মুহূর্তে তারা গোয়ায় রয়েছে। অন্যদিকে ইনস্টা স্টোরিতে তন্দুরি চা বানানোর ভিডিও পোস্ট করতেই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রা স্টোরি দেখে নেটিজেনরা ধরে ফেলেছেন নিউ ইয়ার সেলিব্রশনে তাজ ফোর্ট আগুয়াডা রিসর্ট অ্যান্ড স্পা-তে সময় কাটাচ্ছেন যশ ও নুসরত। তারপর নিজের সোশ্যাল মিডিয়ায় হটকে লুকে ধরা দিয়েছেন নুসরত। নতুন বছর উদযাপনে পার্টি লুকে দেখা গেছে নুসরতকে।

Latest Videos

 

 

নিজের সোশ্যাল মিডিয়ার বর্ষবরণের আগের রাতের ছবি পোস্ট করেছেন নুসরত। যেখানে সাদা অফ শোল্ডার শর্ট ড্রেস, গলায় সোনালি মোটা চেন, খোলা চুল, হাতে গোলাপের তোড়া , মুখে চওড়া হাসি নিয়ে ছবি পোস্ট করেছেন নুসরত। ব্যাকগ্রাউন্ড দেখেই জমকালো পার্টির আভাস মিলেছে। ঝড়ের গতিতে সুপারহট অবতারে নুসরতের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে তাদের এই ভ্যাকেশন ট্রিপে ছেলে ঈশানকে সঙ্গে নিয়ে গেছেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।  অনেকে আবার বলেছেন বাবা-মার কাছে ঈশানকে রেখে কি যশকে নিয়ে একান্তে উদযাপনে মেতেছেন  সাংসদ অভিনেত্রী। যদিও এর কোনও উত্তর মেলেনি।

 

 

জমকালো পার্টির সঙ্গে খানা-পিনা-তো রয়েইছে।  আর বাঙালির সবশেষে কব্জি ডুবিয়ে ভুরিভোজটা না হলে যেন পুরো ব্যাপারটা পরিপূর্ণ হয় না। ঠিক তেমনটাই হয়েছে নুসরতের সঙ্গে। নিউ ইয়ার সেলিব্রেশনে জমিয়ে চেটেপুটে খাওয়া-দাওয়া করলেন নুসরত। সম্প্রতি বছরের প্রথম দিন লাঞ্চের ছবি শেয়ার করেছেন নুসরত। যেখানে, ভাত, ডাল,ফিশ ফ্রাই, চিংড়ি মাছ, মাংস,পাপড়, দেখা যাচ্ছে। বছর প্রথম দিনটাকে চিট-ডে হিসেবে ধরে নিয়ে কব্জি ডুবিয়ে লাঞ্চ সারলেন যশ ও নুসরত।

 

 

এখানেই শেষ নয় ,সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় গোয়ানিজ খাবারের ছবিও শেয়ার করেছে নুসরত। সুতরাং সেলিব্রেশনের সঙ্গে জোরকদমে যে খাওয়া-দাওয়া চলেছে তা ভালই টের পাওয়া যাচ্ছে। যশের ইনস্টাগ্রামে ঢুকলেই নিউ ইয়ার সেলিব্রেশনের ঝলক দেখা যাচ্ছে। রাতের আকাশে আলোর বন্যা, আর তার মাঝেই স্বাগত জানানো হচ্ছে ২০২২-কে। আপাতত বছরের শুরুতেই যশরতের রোম্যান্টিক পিডিএ সোশ্যাল মিডিয়ার হটকেক। 

 


 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন