সলমনের 'বিগ বস'-এর অতিথি নাকি নুসরত? কত পারিশ্রমিক হাঁকালেন সাংসদ তারকা জানেন

Published : Sep 02, 2022, 12:29 PM ISTUpdated : Sep 02, 2022, 12:47 PM IST
সলমনের 'বিগ বস'-এর অতিথি নাকি নুসরত? কত পারিশ্রমিক হাঁকালেন সাংসদ তারকা জানেন

সংক্ষিপ্ত

বিগ বস ১৬-র নতুন সিজন শুরু হতে চলেছে শীঘ্রই। ফের ধামাকাদার শো নিয়ে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সলমন খান। প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে বিতর্কিত শো বিগ বসে  প্রতিযোগী হিসেবে যোগ দিতে চলেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।  নুসরতের বিগ বসে পাড়ি দেওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। 

সাংসদ অভিনেত্রীকে নিয়ে চর্চার শেষ নেই। তিনি যেটাই করেন সেটা নিয়েই শুরু হয়ে যায় চর্চা। ট্রোলিং যেন কিছুতেই তার পিছু ছাড়ে না। ঠিক কতটা সাহসী হলে এমন করা যায় তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সাংসদ তারকা নুসরত জাহান। প্রতিনিয়ত ছক ভাঙতে সিদ্ধহস্ত নুসরত জাহান। যদি ভক্তদের ধরে রাখতে প্রতিদিনই কোন না কোনও চমক দিয়েই চলেছেন নুসরত জাহান। ফের নয়া চমক দিলেন নুসরত জাহান। প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে বিতর্কিত শো বিগ বসে  প্রতিযোগী হিসেবে যোগ দিতে চলেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। 

বিগ বস ১৬-র নতুন সিজন শুরু হতে চলেছে শীঘ্রই। ফের ধামাকাদার শো নিয়ে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সলমন খান। ছবি দিয়ে হোক না হোক ,বিগ বস ১৬-র সঞ্চালনা দিয়েই ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইছেন ভাইজান। এমনই শোনা যাচ্ছে কানাঘুসোতে। প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে আরও জান গেছে, বিগ বস নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি নন নুসরত জাহান। আপাতত পুরো বিষয়টা নিয়েই মুখে কুলুপ এঁটেছেন নায়িকা। অন্যদিকে যশ দাশগুপ্তও মুম্বইয়ের মায়ানগরীতে পা রাখতে চলেছেন দিব্যা খোসলা কুমারের সঙ্গে হিন্দি ছবিতে। টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, একের পর এক তারকা মুম্বই পাড়ি দিচ্ছেন। তবে নুসরতের বিগ বসে পাড়ি দেওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। পারিশ্রমিক নিয়ে কথাবার্তা চলছে।


সম্প্রতি  সলমন খানের রিয়্যালিটি শো বিগ বস ১৬ নিয়ে নতুন তথ্য প্রকাশিত হয়েছে, যা নিয়ে সরগরম হয়েছে পেজ থ্রির পাতা। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে,   বিগ বস ১৬-র সঞ্চালনার জন্য তিনগুনেরও বেশি পারিশ্রমিক হাঁকিয়েছেন সলমন খান। ছবির বাজার ভাল হোক কিংবা খারাপ যত দিন যাচ্ছে ততই যেন নিজের দর বাড়াচ্ছেন সলমন খান।  ১০০০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন ভাইজান। যা শুনেই মাথায় হাত পড়েছে ব্যবস্থাপকদের। জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস নিয়ে দর্শকদের উত্তেজনা সবসময়েই তুঙ্গে। নতুন পর্বের এপিসোড নিয়েও আলোচনা চলছে জোরকদমে। সম্প্রতি ভাইজানের জনপ্রিয় শো নিয়ে বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে, যা নিয়ে উত্তাল হয়েছে নেটিজেনরা। সূত্র থেকে জানা গেছে, বিগ বস ১৬-র সঞ্চালনার জন্য ১০০০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন ভাইজান।  বিগ বস ১৫-র সঞ্চালনার জন্য  সলমন ৩৫০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছিলেন, যা নিয়ে চর্চা কম হয়নি। তবে চলতি বছরের অক্টোবর মাস থেকে শুরু হওয়া  বিগ বস ১৬-র ক্ষেত্রে সলমনের এই পারিশ্রমিক চিন্তা বাঁড়াচ্ছে নির্মাতাদের।
 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?