ছোটবেলায় কেমন কাটত বড়দিন, নিজের সান্টাকে সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির কোয়েল

Published : Dec 25, 2020, 05:24 PM IST
ছোটবেলায় কেমন কাটত বড়দিন, নিজের সান্টাকে সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির কোয়েল

সংক্ষিপ্ত

২০২০-তে শ্রষ্ঠ পাওনা কোলে এসেছে পুত্র সন্তান  নয়া লুকে তাকে সাজিয়ে হাজির কোয়েল  মুহূর্তে ভাইরাল ভক্তমহলে ছবি 

চলতি বছরই সুখবর শুনিয়েছিলেন বং ডিভা কোয়েল মল্লিক। বছরের মাঝেই কোল আলো করে এসেছে পুত্র সন্তান। কোয়েল ও রানের পরিবারে নতুন সদস্য। তাকে নিয়েই এখন দিব্যি ব্যস্ত এই জুটি। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা ছবি পোস্ট করে ভক্তদের উপহার দিয়ে থাকেন কোয়েল। পাশাপাশি পাল্লা দিয়ে ভাইরাল শুভশ্রীর ছেলেও। 

এই দুই বং স্টার কিডেই এখন মত্ত ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে ছবি। কোয়েলের কোলে ছোট্ট ছেলে, লাল রঙেই বড়দিনে সেজে উঠল সে। এই ছবি শেয়ারের পাশাপাশি কোয়েল শেয়ার করে নিলেন, প্রতিবছর বড়দিন কীভাবে কাটাতেন তিনি ছোটবেলায় সেই গল্প। সকলের মত কোয়েলেরও মনে হত রাতের অন্ধকারে কাছে আসবে কেউ, যে এসে কানে কানে দিয়ে যাবে শুভেচ্ছাবার্তা। 

গাছ, গিফট ও আলো দিয়ে এই বিশেষ দিনটা সাজিয়ে নিতেন তিনি। আনন্দের সঙ্গে সকলে মিলে করতেন সেলিব্রেশন। একটা বছর শেষ, একটা নতুন বছর শুরু হতে চলেছে, সেই পরিস্থিতিতে সকলকে শুভেচ্ছা জানানো, আনন্দে মেতে ওঠা। তবে জানতামই না আসল সান্টা কে, অনেক চকোলেট রাখা থাকত, ঘুম থেকে উঠে ভীষণ খুশি হতাম। এভাবেই এই বিশেষ দিনে মন খুলে আড্ডা দিলেন বাংলা অভিনেত্রী কোয়েল মল্লিক। 

PREV
click me!

Recommended Stories

মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের সব গানে গলা দেবেন দেবলীনা নন্দি! "তবে কি জনপ্রিয়তা পেতেই এই কারসাজি" শোরগোল সমাজ মাধ্যমে
কেরিয়ারে নতুন মাইলফলক, সুপাস্টার দেবের নাম চালু হল ডাকটিকিট, কী প্রতিক্রিয়া অভিনেতার?