অরুণিমাকে আপত্তিকর মন্তব্য ও হুমকি! পুলিশের জালে অভিযুক্ত

swaralipi dasgupta |  
Published : Jul 16, 2019, 01:10 PM IST
অরুণিমাকে আপত্তিকর মন্তব্য ও হুমকি! পুলিশের জালে অভিযুক্ত

সংক্ষিপ্ত

অরুণিমা ঘোষকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার করা হল এক ব্যক্তিকে দিনের পর দিন ধরে সোশ্য়াল মিডিয়ায় অরুণিমাকে হেনস্থা করছিল অভিযুক্ত মুকেশ সাউ রবিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ

টলিউড অভিনেত্রী অরুণিমা ঘোষকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। সার্ভে পার্ক থানার পুলিশ জানিয়েছে, দিনের পর দিন ধরে সোশ্য়াল মিডিয়ায় অরুণিমাকে হেনস্থা করছিল অভিযুক্ত মুকেশ সাউ। রবিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। 

ধৃত মুকেশ সাউ দক্ষিণ কলকাতার গরফা এলাকার বাসিন্দা। সার্ভে পার্ক থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, মুকেশ সাউ সোশ্যাল মিডিয়ায় অরুণিমারে নিয়ে অশ্লীল ও কুরুচিকর মন্তব্য করার সঙ্গে হুমকিও দিচ্ছিল বেশ কয়েকদিন ধরে। ৩০ মে থেকে এই কাজ করছিল সেই ব্যক্তি। 

এমনকী মুকেশ ময়ূখ নামে একটি ফেক অ্যাকাউন্ট খুলে অরুণিমাকে বিরক্ত করত সেই ব্যক্তি। জানিয়েছেন পুলিশ আধিকারিক। কিন্তু ঠিক কী কারণে এই কাণ্ড ঘটাল সে, তা জানার জন্য পুলিশ তাকে জেরা করছে। আধিকারিকের কথায়, আমরা জানার চেষ্টা করছি কেন ওই ব্যক্তি এই কাজ করল। এটাও দেখছি ওর কোনও মানসিক সমস্যা আছে কি না। 

অরুণিমা এই বিষয়ে জানিয়েছেন, প্রথম দিকে আমি বিষয়টি এড়িয়ে যাচ্ছিলাম। তার পরে আমি দেখলাম আমি যাই করছি তার উপরে নজরদারি চালাচ্ছে ওই ব্যক্তি। আমি কী করছি, কোথায় যাচ্ছি সব কিছু জানার চেষ্টা করছে। তখনই কলকাতা পুলিশের সঙ্গে আমি যোগাযোগ করি। 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?