ভালবাসার বার্তা দিয়ে কী বললেন মিমি, দেখুন ভিডিও

swaralipi dasgupta |  
Published : Jun 10, 2019, 06:37 PM IST
ভালবাসার বার্তা দিয়ে কী বললেন মিমি, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

নিজের সব চেয়ে প্রিয় সঙ্গীকে নিয়ে ভিডিও পোস্ট করলেন নব নির্বাচিত সাংসদ মিমি চক্রবর্তী। মিমির পোষ্যের সঙ্গে তাঁর ফলোয়াররা ভাল মতোই পরিচিত। কারণ এই পোষ্যের সঙ্গেই সবচেয়ে বেশি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন মিমি। সম্প্রতি মিমি আরও একটি ভিডিও পোস্ট করেন।

নিজের সব চেয়ে প্রিয় সঙ্গীকে নিয়ে ভিডিও পোস্ট করলেন নব নির্বাচিত সাংসদ মিমি চক্রবর্তী। মিমির পোষ্যের সঙ্গে তাঁর ফলোয়াররা ভাল মতোই পরিচিত। কারণ এই পোষ্যের সঙ্গেই সবচেয়ে বেশি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন মিমি। সম্প্রতি মিমি আরও একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটির মাধ্যমে ভালবাসার বার্তা দিলেন নায়িকা। 

এই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রিয় পোষ্যের সঙ্গে খুনশুটি করছেন মিমি। পোষ্যের কানে গিয়ে কথা বলছেন নায়িকা। ভিডিও-র ক্যাপশনে মিমি লিখেছেন পৃথিবীতে আর কী প্রয়োজন শুধু ভালবাসা ছাড়া। আমরাই পারি। ঘৃণা ও হিংসার থেকে এ অনেক ভাল। চেষ্টা করে দেখুন । 

 

 

মিমি যে অবলা জীবদের ভালবাসেন তা এর আগেও বার বার বলেছেন। ভোটের প্রচারের সময়েও  বলেছিলেন, মানুষের সঙ্গে সঙ্গে অবলা প্রাণীদের জন্যও কাজ করবেন তিনি। 

শুধু কুকুর বিড়ালই নয়। তিনি সমাজে সচেতনতা আনার জন্য বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারুইপুরে গিয়ে গাছও লাগিয়েছেন মিমি। মিমি বারুইপুরে গিয়ে বলেন, মিমি চক্রবর্তী বলেন, "আমরা সবাই অনেক বড় বড়  কাজের কথা বলি। কিন্তু এর মাঝে ছোট ছোট কাজগুলির কথা ভুলেই যাই। সেগুলির দিকে নজর রাখতে হবে। আমরা কলকাতায় থাকি বলে সেভাবে গাছ লাগাতে পারি না। কিন্তু এই সব জায়গায় আমরা সহজেই গাছ লাগাতে পারি।" 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার