নারীকে যদি মা-ই মানেন, তবে অসম্মান কেন করে, দেবীপক্ষে প্রশ্ন তুললেন মিমি

  • নারীদের একাধারে দেবীর রূপ
  • অন্যদিকে সমাজের এ কী হাল
  • দূর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে লুক
  • দেবীপক্ষে প্রশ্ন তুললেন মিমি

হাথরসই প্রথম নয়, এমনই শত শত নির্ভয়ারা দগ্ধে মরছে প্রতিটা মুহূর্তে। আর সেই নৃশংস ঘটনাই দগদগে ঘা হয়ে যাচ্ছে সমাজের বুকে। হাথরসের ঘটনা জেরে এখন তোলপাড় গোটা দেশ। সেলেব মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, একে একে মুখ খুলেছেন এই জঘন্য বিষয়ে সমাজকে সচেতন করতে। প্রশ্ন উঠে এসেছে সমাজ, মানসিকতা ও উন্নতি নিয়েও। কোথায় দাঁড়িয়ে এখনও আমার। প্রশ্ন উঠেছে প্রশাসনের ভুমিকা নিয়েও। 

এবার আর মুখ বন্ধ রাখলেন নানা অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীও। গর্জে উঠলেন মেয়েদের সম্মান নিয়ে। শুরু হয়েছে দেবী পক্ষ। প্রস্তুতি পাড়ায় পাড়ায় ঘরে ঘরে। যার শিংহভাগটাই সামলে থাকেন পুরুষেরা। এবার সেই দেবী বন্দনাকেই খোঁচা দিয়ে প্রশ্ন তুললেন মিমি চক্রবর্তী, নারী যদি দেবী হয় তবে তাঁকে কেন এত অসম্মান। সোশ্যাল মিডিয়ায় রবিবার সকালে একটা পোস্ট করে এমনটাই প্রশ্ন তুললেন তিনি। 

Latest Videos

 

 

লিখলেন, নারী যদি শক্তি হয়, নারী যদি আদ্যা হয়, নারীকে যদি মা মানেন, নারীকে যদি সম্মান করেন,  তাহলে, আজ এই অমর্যাদা কেন ! বলুন না... পরণে সাদা শাড়ি লাল পাড়। পেছনে মা দূর্গার কাঠামো। যাঁদের মা বলি, যাঁদের দেবী বলে পুজো করি, যাঁদের আদ্যাশক্তি বলি, তাঁদের এতটা কষ্ট দিতে হাত কাঁপে না, এই হাতই তো ঈশ্বরের সামনে জোড় হয়ে যায়, মিমির আবেগঘন পোস্ট মুহূর্তে নজর কাড়ে ভক্তদের। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today