'ইউথ আইকন' মিঠুনদা কে পাশে পেলেন যশ, প্রচারে বেরিয়ে জনতার দরবারে দুই স্টার

Published : Apr 06, 2021, 04:48 PM IST
'ইউথ আইকন' মিঠুনদা কে পাশে পেলেন যশ, প্রচারে বেরিয়ে জনতার দরবারে দুই স্টার

সংক্ষিপ্ত

ভোট ময়দানে নেমে প্রতিযোগিতায় যশ  তৃতীয় দফার ভোটের দিন প্রচারে যশ তাঁর সঙ্গে সামিল হলেন মিঠুন চক্রবর্তী দুই সুপারস্টারের উপস্থিতিতে এলাকায় উত্তেজনা

ভোট ময়দানে একের পর এক নেতা অভিনেতার ভিড়। সেলেব মহল এখন দুয়ারে। ভোট প্রচারে এলাকায় এলাকায় প্রচার করছেন তাঁরা। ভোট ও এলাকা নিজের দখলে রাখার লড়াই। কার দৌর কত দূর, হাতে আর বেশি দিন নেই। তাই জোর কদমে প্রচার চাসাচ্ছেন অভিনেতা যশ, সদ্য তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। পাশাপাশি সকলকে চমক দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন বিধানসভা নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তী। 

আরও পড়ুন- মিলেছিল অমিতাভ-নাতনির কমেন্ট, কয়েকমুহূর্তেই ইনস্টা থেকে ছবি সরালেন শাহরুখ কন্যার, কী ছিল পোস্টে

তবে প্রার্থী তালিকাতে নেই মিঠুন চক্রবর্তীর নাম। তিনি প্রথমেই জানিয়েছিলেন, তিনি টিকিট নিয়ে লড়াইয়ে নামবেন না। তবে বড় চমক রয়েছে অপেক্ষায়। কিছুদিনের মধ্যেই তিনি বাংলা জুড়ে একের পর এক তারকার সঙ্গে প্রচারে নামছেন। এবার পালা যশের। সিনে জগতের কিংবদন্তি স্টারের সঙ্গে স্টারপ্রার্থী যশ এবার পা মেলালেন। রাজ্যে তৃতীয় দফার ভোটের দিনই এক সঙ্গে জনতার দরবারে হাজির হলেন তাঁরা। 

 

 

সোশ্যাল মিডিয়ায় প্রচারের সেই ছবি শেয়ার করলেন যশ। সেখানে ক্যাপশানে লিখলেন- বাংলার গর্ব এবং আমাদের 'ইউথ আইকন' মিঠুনদা কে আজ নিজের পাশে পেলাম। Chanditala জুড়ে চলল আমাদের সমাবেশ। পেলাম তাঁর আশীর্বাদ এবং প্রচুর মানুষের ভালোবাসা। মুহূর্তে এই পোস্ট ছড়িয়ে পড়ে ভক্তমহলে।

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে