ধূমধাম করে গণপতি বাপ্পার আরাধনায় দেব, ছবি পোস্ট করতেই নিমেষে ভাইরাল


টলি থেকে বলি  সেলেবরা সকলেই গণপতি পুজোয় ব্যস্ত। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব।  গণেশ চতুর্থীকে মহারাষ্ট্রীয়দের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব বলে মনে করা হয়।  মহামারির পর এই প্রথমবারের মতো গণেশ চতুর্থী ধুমধাম করে পালিত হচ্ছে। সম্প্রতি গণপতির আরাধনায় মেতেছেন টলিপাড়ার সাংসদ তারকা দেব। নিজের সোশ্যাল মিডিয়ায় গণপতি বাপ্পার সঙ্গে ছবি পোস্ট করেছেন দেব। মা ও বাবার সঙ্গে ছবিতে পোজ দিয়েছেন সাংসদ তারকা। সাদা ও আকাশি রঙের পাঞ্জাবি  পরে দেখা গেছে দেবকে। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Riya Das | Published : Sep 2, 2022 12:58 PM IST

 ভাদ্র ও মাঘ মাসের শুক্লাচতুর্থীকেই বলা হয় গণেশ চতুর্থী। হিন্দুধর্ম মতে এই দিনটিই গণেশের জন্মদিন হিসেবে পালন করা হয়।  ৩১ আগস্ট  বুধবার সারা দেশ জুড়ে পালিত হয়েছে গণেশ চতুর্থী উৎসব। আগে শুধুমাত্র মহারাষ্ট্রে ধুমধাম করে পালিত হলেও এখন গোটা দেশে, পাড়ায় পাড়ায় শুরু হয়েছে গণেশ পুজো। ভাদ্র ও মাঘ মাসের শুক্লাচতুর্থীকেই বলা হয় গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী সাধারণত পশ্চিম ও মধ্য ভারতের মহারাষ্ট্র, গুজরাত, উত্তর প্রদেশে খুব বড় করে পালিত হয়। গণেশ চতুর্থী সাধারণত পশ্চিম ও মধ্য ভারতের মহারাষ্ট্র, গুজরাত, উত্তর প্রদেশে খুব বড় করে পালিত হয়।   তবে ৩১ আগস্ট সারা দেশে গণেশ চতুর্থী পালিত হয়েছে। গণেশ চতুর্থীর এই উৎসব ১০ দিন ধরে পালিত হয়। গণেশ চতুর্থী থেকে অনন্ত চর্তুদশী পর্যন্ত ভক্তদের সঙ্গে থাকেন গণেশ। এই দশদিন যার মনপ্রাণ দিয়ে গণপতির পুজো করেন তাদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। এবং গণেশ সমস্ত ভক্তদের প্রাণভরে আশীর্বাদ দেন। 

টলি থেকে বলি  সেলেবরা সকলেই গণপতি পুজোয় ব্যস্ত। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব।  গণেশ চতুর্থীকে মহারাষ্ট্রীয়দের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব বলে মনে করা হয়।  মহামারির পর এই প্রথমবারের মতো গণেশ চতুর্থী ধুমধাম করে পালিত হচ্ছে। সম্প্রতি গণপতির আরাধনায় মেতেছেন টলিপাড়ার সাংসদ তারকা দেব। নিজের সোশ্যাল মিডিয়ায় গণপতি বাপ্পার সঙ্গে ছবি পোস্ট করেছেন দেব। মা ও বাবার সঙ্গে ছবিতে পোজ দিয়েছেন সাংসদ তারকা। সাদা ও আকাশি রঙের পাঞ্জাবি  পরে দেখা গেছে দেবকে। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

 

 

সুপারস্টার দেব মানেই যে বড় কোনও চমক আসতে চলেছে ঠিক তেমনটাই মনে করছেন  সিনেমাপ্রেমীরা। দর্শকদের জন্য ফের সুখবর দিলেন  টলি অভিনেতা দেব। অভিনেতা-প্রযোজক দেবের পরবর্তী ছবি  'কাছের মানুষ ' নিয়ে শীঘ্রই হাজির হচ্ছেন অভিনেতা। এই ছবিতেই একফ্রেমে ধরা দেবেন বাংলার দুই সুপারস্টার দেব ও  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৩ জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছে  ছবির শুটিং, এবং চলতি বছরের পুজোর সময়েই যে  প্রেক্ষাগৃহে আসতে চলেছে  'কাছের মানুষ 'সে কথা আগেই জানিয়েছিলেন দেব । তবে কবে মুক্তি পাবে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। কিছুদিন আগেই নিজের টুইটারে দেব ছবির পোস্টার শেয়ার করে ভক্তদের  জানিয়েছিলেন, 'শুভ সকাল। এই সঙ্কট পরিস্থিস্তির মধ্যে যদি সবকিছু  ঠিকঠাক থাকে তাহলে চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে'কাছের মানুষ ' ।  আগামী ৩০-শে সেপ্টেম্বর   প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিন মুক্তি পেতে চলেছেন দেবের 'কাছের মানুষ '। নিজের প্রিয় মানুষের বিশেষ দিনেই এই ছবি মুক্তি পাচ্ছে। তবে সেইদিন শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনই নয়, সেদিন মহাপঞ্চমীও বটে।  দুর্গাপুজোর মধ্যেই  বহু প্রতীক্ষিত'কাছের মানুষ ' নিয়ে হাজির হচ্ছেন দেব।

Share this article
click me!