ব্রালেটে ‘বোল্ড’ মিমি-ও! ভাইফোঁটার সকালে উষ্ণতা ছড়ালেন খোলামেলা পোশাকে

মিমি আর ব্রালেট? ভাবা যায় না। কিন্তু এমন বিস্ফোরণই ঘটিয়েছেন সাংসদ। তার উপরে চোখে ‘কালা চশমা’! সব মিলিয়ে নায়িকা যেন বারুদ।


কালীপুজোর পরে মিমি চক্রবর্তীর সাজে আতসবাজির রোশনাই! তিনি যে পাশ্চাত্য পোশাক পরেন না তা নয়। সম্প্রতি তাঁর কালো অফশোল্ডার গাউন পরা ছবি ভাইরাল। তা বলে মিমি আর ব্রালেট? ভাবা যায় না। কিন্তু এমন বিস্ফোরণই ঘটিয়েছেন সাংসদ। তার উপরে চোখে ‘কালা চশমা’! সব মিলিয়ে নায়িকা যেন বারুদ। বিস্ফোরণের উষ্ণতায় তাপ চড়িয়েছেন ভাইফোঁটার সকালেই। টলিউড বলছে, আসলে বলিউডে বসে টলিউডের ফ্যাশন দুনিয়াও নাকি নিয়ন্ত্রণ করছেন উরফি যাদব! এ সব নাকি তাঁরই সৌজন্যে।

এ দিন মিমির ইনস্টাগ্রামে জ্বলছে চারটি ছবি। দুধসাদা পালকের মতো নরম শিফনের সিক্যুয়েন ব্রালেট। তাতে একই রঙের চুমকির কাজ। কোমর কামড়ে সাদা লেহেঙ্গা। দুই কাঁধ ছড়িয়ে শিফনের দু’পাট্টা। উন্মুক্ত বক্ষদেশ, নাভি।

Latest Videos

 

 

সে সবে নির্লিপ্ত নায়িকা। তাঁর যেন যত মনোযোগ হাতের কালা চশমায়। কখনও দাঁতে আলতো কামড়ে ধরেছেন সেটিকে। কখনও চোখে পরে পোজ দিয়েছেন। হাত খোঁপা, সাদা পাথরের ঝুমকো, ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক, ডান হাতের কব্জির কাছে ট্যাটু— সব মিলিয়ে অভিনেত্রী দুরন্ত।

 

 

ছবি দিয়ে অনুরাগীদের থেকে মতামতও জানতে চেয়েছেন। ‘চোখে রোদ চশমা থাকবে কি থাকবে না?’ প্রশ্ন মিমির। মন্তব্য বাক্সেও সমান আগুন ঝরেছে। কেউ বলেছেন, মিমি দিন দিন উষ্ণতর থেকে উষ্ণতম হয়ে উঠছেন।

 

 

কারওর দৃষ্টি নায়িকার সরু কোমর, নাভিকুণ্ডে! অভিনেত্রীর এই রূপ সচরাচর দেখা যায় না। বরং পোশাকে নুসরত জাহান যতটা খোলামেলা মিমি ততটাই সংযত। ফলে, তাঁর ‘সাহসিনী’ লুকে ঘায়েল সামাজিক পাতা ব্যবহারকারীরা।

 

 

দীপাবলিতে এই মিমি চক্রবর্তীই প্রচণ্ড স্নিগ্ধ। সেই সাজও মন কেড়েছিল সবার। নুসরতের মতোই সে দিন সেজে উঠেছেন টলিউডের আরও এক সাংসদ-তারকা। সমস্ত পুজোয়, উদযাপনে তিনি সবার সঙ্গে। দুর্গাপুজোয় শাড়িতে শারদসুন্দরী। দীপাবলিতে মাটির প্রদীপ হাতে লেহেঙ্গা-চোলিতে অপরূপা। সঙ্গে মানানসই কুন্দনের গয়না।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News