একা নয়, বন্ধুদের সঙ্গেই হানিমুন ট্রিপে নীল তৃণা, ডেস্টিনেশন পাহাড়

Published : Apr 10, 2021, 07:05 AM IST
একা নয়, বন্ধুদের সঙ্গেই হানিমুন ট্রিপে নীল তৃণা, ডেস্টিনেশন পাহাড়

সংক্ষিপ্ত

ছুটির মেজাজে নীল-তৃণা ভোট বাজারেই পাহাড়ের হাতছানি  বিয়ের পর প্রথম ভ্রমণ বন্ধুদের সঙ্গে উত্তরবঙ্গে সেলেব জুটি 

টলিউডের হট জুটি নীল তৃণা সকলকে তাক লাগিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বছরের শুরুতেই। বহু সালের তারকারই বিয়ে আটকে ছিল করোনার জন্য। তবে বছরের শুরুতে সেই কোপ বেশ খানিকটা কমে যায়। ফলে তড়িঘড়ি বসেছিল রাজকীয় বিয়ের আসর। তবে সারা হয়নি হানিমুন। বিয়ের পরে ফিরেছিলেন জুটি।

আরও পড়ুন- সর্বনাশ, দিনে ঠিক গুণে গুণে কটা সিগারেট খেতেন অজয়, নিজেই করলেন ফাঁস

 

তবে ভোট ময়দানে আর অপেক্ষা নয়। ঝড়ের বেগে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা। তাই আর রিক্স না নিয়েই মিনি হানিমুন ট্রিপ সেরে ফেলছেন নীল তৃণা। ডেস্টিনেশন সকলের পছন্দ উত্তরবঙ্গ। বন্ধুদের সঙ্গে ছুটির মেজাজে পাল্লা দিয়ে এখন কেবল সেলিব্রেশন। লাইট ক্যামেরা থেকে খানিক বিরতি। তিস্তা নদীর তীরে ফ্রেম বন্দী হলেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একাধিক ফটো থেকে ভিডিও।

 

 

মূহুর্তে ভক্ত মহলের নজর কাড়ে। টলিউডের এই হার্টথ্রব জুটি বেজয় মজা করছেন পাহাড় কোলে। ভোটের পারদ সেখানেও তুঙ্গে। বিয়ের পর সত্য তারা যুক্ত হয়েছেন তৃণমূল শিবিরের সঙ্গে। বেরিয়েছে ভোট প্রচারে ও। খেলা হবে গানের সঙ্গে নিচেও ভাইরাল এই জুটি। তবে ব্যালেন্স করতে হবে সব দিক। তাই ব্যস্ততার মাঝেই নিজেদের জন্য খানিকটা সময় বার করে নিলেন নীল তৃণা।

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?